Friday 04 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আলমডাঙ্গায় ট্রাকচাপায় নিহত ২
ডাক্তার দেখিয়ে বাড়ি ফেরা হলো না স্কুলছাত্র রিয়াদের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ জুলাই ২০২৫ ০০:৪৬

প্রতীকী ছবি

চুয়াডাঙ্গা: জেলার আলমডাঙ্গা উপজেলার নওদাপাড়ায় সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৩ জুলাই) রাত আনুমানিক ৯টার দিকে আলমডাঙ্গা-কুষ্টিয়া সড়কে এ দুর্ঘটনাটি ঘটে। কুষ্টিয়ায় চিকিৎসক দেখিয়ে তারা মোটরসাইকেলে চেপে বাড়ি ফিরছিলেন।

নিহতরা হলেন আলমডাঙ্গার বেলগাছী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল হাসান চঞ্চলের ছেলে রিয়াদ হাসান (১২) ও একই উপজেলার ফরিদপুর গ্রামের পলাশ হোসেন (৪০)। রিয়াদ ডামস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র ।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, রিয়াদ হাসান বেশ কিছুদিন ধরে অসুস্থতায় ভুগছিল। কুষ্টিয়ায় চিকিৎসক দেখিয়ে রাতে মোটরসাইকেলে চেপে বাড়ি ফেরার পথে নওদাপাড়ায় একটি ট্রাক তাদের পিছন দিক থেকে চাপা েদয়। এতে ঘটনাস্থলেই রিয়াদ নিহত হয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা পলাশকে উদ্ধার করে আলমডাঙ্গা শহরের আল-মদিনা ক্লিনিকে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৯টার দিকে মারা যায়।

বিজ্ঞাপন

আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদুর রহমান দুর্ঘটনায় মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন।

সারাবাংলা/পিটিএম

টপ নিউজ নিহত ২ স্কুলছাত্র

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর