Friday 04 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ছাত্রদলের বহিষ্কৃত নেতার পক্ষে ফেসবুকে পোস্ট, বহিষ্কার আরেক নেতা

ঢাবি করেস্পন্ডেন্ট
৪ জুলাই ২০২৫ ০২:৩৬ | আপডেট: ৪ জুলাই ২০২৫ ০২:৫৩

বহিষ্কৃত ছাত্রদল নেতা মোজাম্মেল হোসেন অন্তু। ছবি: সংগৃহীত

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রদলের বহিষ্কৃত নেতা শরীফ উদ্দিন সরকারের পক্ষে ফেসবুকে অবস্থান নেওয়ায় এবার স্থায়ীভাবে বহিষ্কার হলেন সংগঠনটির আরেক নেতা মোজাম্মেল হোসেন অন্তু। এর আগে ওই নেতাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছিল সংগঠনটি। তিনি ঢাবি ছাত্রদলের সহ-মানবাধিকার সম্পাদক ছিলেন।

বৃহস্পতিবার (৩ জুলাই) দিবাগত রাতে ছাত্রদলের কেন্দ্রীয় দফতর সম্পাদক মো. জাহাঙ্গীর আলমের সই করা এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

এর আগে ইসলামী ছাত্রশিবিরের একটি সংগীতের ভিডিওতে মডেলিং করার অভিযোগে শরীফ উদ্দিন সরকারকে ছাত্রদল থেকে স্থায়ী বহিষ্কার করা হয়। ওই ভিডিওতে তিনি সাত বছর আগে ‘পদ্মা মেঘনা যমুনার তীরে’ শিরোনামের গানে অংশ নিয়েছিলেন বলে অভিযোগ ওঠে। এর পর থেকেই সংগঠনের ভেতরে বিষয়টি নিয়ে বিতর্ক তৈরি হয়।

বিজ্ঞাপন

বহিষ্কৃত শরীফ উদ্দিন সরকারের পক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেন মোজাম্মেল হোসেন অন্তু। তিনি লিখেন, ‘শরীফ উদ্দিন সরকার ভাইয়ের সঙ্গে ছাত্রদল স্রেফ দলীয় নোংরামির ইতর মুখটা দেখালো।’

এ ঘটনার পর ছাত্রদল তাকে শোকজ নোটিশ দেয়। এর জবাবে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজ আইডিতে লিখেন, ‘কারো প্রতি ঘোরতর অন্যায় করা হইলে সেই অন্যায়ের বিরুদ্ধে কথা বলা যদি আমার সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের কারণ হয় তাহলে এমন শৃঙ্খলে আমি আবদ্ধ থাকতে চাই না। আমি স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে ছিলাম কথার স্বাধীনতা চেয়েই। এই স্বাধীনতা বিকিয়ে দেওয়ার ক্ষমতা আমার নেই, বিবেকের আদালতে দোষী হয়ে থাকতে পারব না। যেহেতু আমি কোনো অন্যায় করিনি, তাই আমি কোনো লিখিত ব্যাখ্যা প্রদান করব না। ধন্যবাদ!!”

এর পরই মোজাম্মেল হোসেন অন্তুকে স্থায়ী বহিষ্কারের সিদ্ধান্ত জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে প্রাথমিক সদস্য পদসহ সকল সাংগঠনিক পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেন। একইসঙ্গে বিজ্ঞপ্তিতে সকল পর্যায়ের নেতাকর্মীদের মোজাম্মেল হোসেন অন্তুর সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

এ বহিষ্কারাদেশের ছবি শেয়ার করে অন্তু ফেসবুকে নিজ আইডিতে ‘ধন্যবাদ’ লিখে পোস্ট দিয়েছেন।

প্রসঙ্গত, সাত বছর আগে ইসলামী ছাত্রশিবিরের ‘পদ্মা মেঘনা যমুনার তীরে’ সংগীতের মডেলিংয়ে অংশ নেওয়ার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের ধর্ম বিষয়ক সম্পাদক শরীফ উদ্দিন সরকারকে প্রাথমিক সদস্যপদসহ সব সাংগঠনিক পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় নির্বাহী সংসদ। সোমবার (৩০ জুন) কেন্দ্রীয় ছাত্রদলের দফতর সম্পাদক মো. জাহাঙ্গীর আলমের সই করা এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ বহিষ্কারাদেশ নিশ্চিত করা হয়।

সারাবাংলা/কেকে/পিটিএম

ছাত্রদল টপ নিউজ ঢাকা বিশ্ববিদ্যালয় পোস্ট বহিষ্কার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর