Friday 04 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রংপুরে ভুল চিকিৎসায় মৃত্যু: দুই ক্লিনিক সিলগালা, ৪ লাখ টাকা জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ জুলাই ২০২৫ ০৯:২৩

রংপুর: রংপুরে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগে জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ যৌথ অভিযান চালিয়েছে। অভিযানে দুটি ক্লিনিক সিলগালা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত ওই দুই ক্লিনিকের ৪ লাখ টাকা জরিমানা করে।

বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেলে নগরির ধাপ এলাকার ‘বাংলাদেশ হাসপাতাল’ ও ‘রেইনবো ক্লিনিক’ নামের প্রতিষ্ঠান দুটিতে এই অভিযান চালানো হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠান দুটি বৈধ কাগজপত্র ছাড়াই দীর্ঘদিন ধরে চিকিৎসা কার্যক্রম চালিয়ে আসছিল। সেখানে ছিল না প্রশিক্ষিত চিকিৎসক ও পর্যাপ্ত জনবল। নোংরা ও অনিরাপদ পরিবেশে চালু ছিল অপারেশন থিয়েটার।

বিজ্ঞাপন

রংপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসরাত জাহানের নেতৃত্বে এই অভিযানে অংশ নেন রংপুরের সিভিল সার্জন শাহীন সুলতানা এবং বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যালয়ের সহকারী পরিচালক মেশকাতুল আবেদ।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান জানান, রোগীর মৃত্যুর ঘটনায় তদন্তে দেখা গেছে, এই দুই ক্লিনিকে চরম অনিয়ম চলছে। জনস্বাস্থ্য রক্ষায় জেলা প্রশাসন আইনগত ব্যবস্থা নিয়েছে।

রংপুরের সিভিল সার্জন শাহীন সুলতানা বলেন, অপচিকিৎসা ও অননুমোদিত কার্যক্রমে কোনো ছাড় দেওয়া হবে না। এ ধরনের ক্লিনিকে সাধারণ মানুষ যাতে চিকিৎসা না নেয়, সে বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা হচ্ছে। ভবিষ্যতে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে গত ১৬ জুন স্বাস্থ্য বিভাগের অনুমোদন না থাকা, মেয়াদোত্তীর্ণ কীট দিয়ে পরীক্ষা করা, পর্যাপ্ত চিকিৎসক-নার্সের অভাব, যুগোপযোগী পরিবেশ না থাকাসহ বিভিন্ন অভিযোগে রংপুর নগরির চারটি অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে ভ্রাম্যমাণ আদালত। এ সময় এদের মধ্যে তিনটি বেসরকারি হাসপাতালকে ২ লাখ টাকা করে এবং একটি ডায়াগনস্টিক সেন্টারকে দেড় লাখ টাকাসহ মোট সাড়ে সাত লাখ টাকা জরিমানাও করা হয়; অনাদায়ে দুই মাসের কারাদণ্ডের আদেশ দেন ভ্রাম্যমাণ আদালত।

বিভাগীয় নগরী রংপুরের অভিজাত এলাকায় ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোতে রোগীদের চিকিৎসা দেওয়ার নামে প্রতারণা, প্রয়োজনীয় অনুমোদন না থাকাসহ নানা অভিযোগ পাওয়ার সেনাবাহিনী, স্বাস্থ্য বিভাগ ও জেলা প্রশাসন যৌথ অভিযান চালায়।

সারাবাংলা/এসআর

ক্লিনিক সিলগালা জরিমানা ভুল চিকিৎসা রংপুর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর