Friday 04 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাবেক ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে কৃষকের মামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ জুলাই ২০২৫ ১০:০৯

শরীফ মো. হেমায়েত উদ্দিন

বরিশাল: প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে কাগজপত্র তৈরি করে গ্রাহকের নামে ঋণ মঞ্জুর করে সেই অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে। এ ঘটনায় অগ্রণী ব্যাংকের ঝালকাঠির নলছিটি শাখার সাবেক কর্মকর্তা শরীফ মো. হেমায়েত উদ্দিনের (৬৩) বিরুদ্ধে আদালতে মামলা করেছেন এক কৃষক। এই মামলায় দালাল চক্রের সদস্য মো. খলিল হাওলাদারকেও আসামি করা হয়েছে।

ভুক্তভোগী গ্রাহক মো. আফজাল হোসেন বাদি হয়ে বৃহস্পতিবার (৩ জুন) সকালে ঝালকাঠির সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালতে এ মামলা দায়ের করেন। আদালত গোয়েন্দা সংস্থা ডিবিকে মামলাটি তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য নির্দেশ দেন। বাদি আফজাল হোসেন নলছিটি উপজেলার সিদ্ধকাঠি ইউনিয়নের বিরাট গ্রামের বাসিন্দা। তিনি পেশায় একজন কৃষক।

বিজ্ঞাপন

ভুক্তভোগী গ্রাহক মো. আফজাল হোসেন বাদী হয়ে বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে ঝালকাঠির সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালতে এ মামলা দায়ের করেন। আদালত ডিবি পুলিশকে মামলাটি তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছে।

বাদী আফজাল হোসেন নলছিটি উপজেলার সিদ্ধকাঠি ইউনিয়নের বিরাট গ্রামের বাসিন্দা। তিনি পেশায় একজন কৃষক।

মামলার বরাতে বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট গোলাম মাওলা শান্ত জানান, আসামি শরীফ মো. হেমায়েত উদ্দিন অগ্রণী ব্যাংকের নলছিটি শাখায় কর্মরত থাকাকালীন সময়ে ব্যাংক দালাল চক্রের সদস্য মো. খলিল হাওলাদারের সহযোগিতায় ও যোগসাজশে ২০১৫ সালের ২০ অক্টোবর জাল-জালিয়াতির মাধ্যমে বাদীর স্বাক্ষর জাল করে কাগজপত্র তৈরি করেন। ওই কাগজপত্রের মাধ্যমে বাদীর নামে ৩০ হাজার টাকা কৃষি ঋণ মঞ্জুর করে সম্পূর্ণ টাকা আত্মসাৎ করেন।

পরবর্তীতে ২০২৩ সালের ৬ ডিসেম্বর ঋণ খেলাপি হিসেবে বাদীকে ব্যাংক থেকে ঋণ আদায়ের তাগাদাপত্র দেওয়া হয়। এরপর আসামিদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা ঋণের টাকা দ্রুত পরিশোধ করার আশ্বাস দেন। কিন্তু প্রতিশ্রুতি অনুযায়ী আসামিরা ঋণের টাকা পরিশোধ না করায় বাদী আদালতে মামলা দায়ের করেন।

সারাবাংলা/এসআর

অগ্রণী ব্যাংক অর্থ আত্মসাৎ কৃষকের মামলা ঝালকাঠি নলছিটি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর