Sunday 31 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কক্সবাজারে বাস খাদে পড়ে নিহত ২, আহত ৮

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ জুলাই ২০২৫ ১১:৪০

কক্সবাজার: কক্সবাজারের চকরিয়ায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও আটজন।

বৃহস্পতিবার (৩ জুলাই) রাত ১২টার দিকে উপজেলার হারবাং ইউনিয়নের গয়ালমারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

চকরিয়া ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত ইনচার্জ মো. সেলিম উদ্দিন জানিয়েছেন, চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গভীর খাদে পড়ে যায়। এতে বেশ কয়েকজন যাত্রী বাসের ভেতরে আটকে পড়েন। খবর পেয়ে চিরিংগা হাইওয়ে পুলিশ, ফায়ার সার্ভিস স্থানীয়দের সহায়তায় আটজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। এ সময় বাসের নিচ থেকে দুজনের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। তবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসআর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর