নরসিংদী: নরসিংদীর মাধবদী বাজারের মুড়িপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে অর্ধশতাধিক দোকান পুড়ে গেছে। শুক্রবার (৪ জুলাই) ভোরে এ অগ্নিকাণ্ড ঘটে।
স্থানীয় ব্যবসায়ী জানিয়েছেন, আগুন এতটাই ভয়াবহ ছিল যে মুহূর্তের মধ্যে তা বাজারের একপ্রান্ত থেকে অন্যপ্রান্তে ছড়িয়ে পড়ে। আগুনে অন্তত অর্ধশতাধিক দোকান পুড়ে গেছে। যার মধ্যে ১০টি স্বর্ণের দোকান। অগ্নিকাণ্ডে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করছেন তারা।
মাধবদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রায়হান আহমেদ জানিয়েছেন, ভোর ৫টার দিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত কাজ শুরু করে মাধবদী ফায়ার সার্ভিস। পরবর্তীতে নরসিংদী ও পলাশ ফায়ার সার্ভিসের ইউনিটসহ মোট পাঁচটি ইউনিট ঘটনাস্থলে যোগ দেয়। সকাল ১০টার দিকে আগুন পুরোপুরি নেভাতে সক্ষম হয় ফায়ার সার্ভিসের কর্মীরা। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ অনুসন্ধান শেষে বিস্তারিত জানানো হবে।