Friday 04 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাষ্ট্রপতির ক্ষমা ও বিচার বিভাগ বিকেন্দ্রীকরণ আইন সংস্কারের দাবি

স্টাফ করেসপন্ডেন্ট
৪ জুলাই ২০২৫ ১৩:৪৯

গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও কেন্দ্রীয় দফতর সম্পাদক শাকিল উজ্জামান।

ঢাকা: বিচার বিভাগের বিকেন্দ্রীকরণ এবং রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের বিদ্যমান আইনে সংস্কারের দাবি জানিয়েছে গণঅধিকার পরিষদ। দলটির পক্ষ থেকে বলা হয়েছে, বিচারপ্রার্থীদের জন্য ন্যায়বিচার সহজলভ্য করতে এবং ক্ষমতার অপব্যবহার রোধে এ পরিবর্তন জরুরি।

বৃহস্পতিবার (৩ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের সংলাপে অংশ নিয়ে এ দাবি জানান গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও কেন্দ্রীয় দফতর সম্পাদক শাকিল উজ্জামান।

তিনি বলেন, “পঞ্চগড় বা এমন কোনো দূরবর্তী অঞ্চলের একজন অসহায় মানুষের পক্ষে ঢাকায় এসে হাইকোর্টে মামলা পরিচালনা করা অত্যন্ত কষ্টকর। তাই আমরা বিভাগীয় পর্যায়ে হাইকোর্টের স্থায়ী বেঞ্চ স্থাপনের দাবি জানাচ্ছি। এতে মামলার জট কমবে এবং জনগণ দ্রুত বিচার পাবে।”

বিজ্ঞাপন

রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের ক্ষমতা নিয়ে তিনি বলেন, “আমরা দেখেছি, অতীতে একাধিকবার রাষ্ট্রপতির ক্ষমা রাজনৈতিকভাবে অপব্যবহার করা হয়েছে। কোথাও কোথাও একই অপরাধীকে একাধিকবার ক্ষমা করা হয়েছে, যা বিচারব্যবস্থার প্রতি মানুষের আস্থা নষ্ট করেছে।”

গণঅধিকার পরিষদের পক্ষ থেকে প্রস্তাব করা হয়েছে, একটি স্বাধীন বোর্ড বা কমিটি গঠন করা হোক, যাদের সুপারিশের ভিত্তিতে রাষ্ট্রপতি ক্ষমা প্রদর্শন করবেন। এতে ক্ষমতার অপব্যবহার বন্ধ হবে এবং আইনের শাসন প্রতিষ্ঠা পাবে।

আলোচনায় দলটি আরও জানায়, বিচার বিভাগকে বিকেন্দ্রীকরণ ও জবাবদিহির আওতায় আনতে হলে এ ধরনের কাঠামোগত সংস্কার সময়ের দাবি হয়ে উঠেছে।

সারাবাংলা/এফএন/এসডব্লিউ

আইনে সংস্কার দাবি গণঅধিকার পরিষদ বিচার বিভাগের বিকেন্দ্রীকরণ রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শন