ঢাকা: বাংলাদেশ রেলওয়ের ‘উপসহকারী প্রকৌশলী’ (১০ম গ্রেড) পদের প্রার্থীদের এমসিকিউ পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন-পিএসসি। এতে উত্তীর্ণ হয়েছেন তিন হাজার ৫১৩ জন।
বৃহস্পতিবার ৩ জুলাই সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় পিএসসি।
সরকারি কর্ম কমিশনের জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমানের পাঠানো ওই প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, উপ-সহকারী প্রকৌশলীর (১০ম গ্রেড) ৫১৬ পদে নিয়োগের জন্য ২০১৯ সালের ৯ ডিসেম্বর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে কমিশন। গত ২৮ জুন এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
রেলওয়ের ‘উপসহকারী প্রকৌশলী’ (১০ম গ্রেড) পদের প্রার্থীদের এমসিকিউ পরীক্ষার ফলাফল এই ঠিকানায় দেখা যাবে।