Friday 04 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভবিষ্যতে বাংলাদেশে আ.লীগ বলতে কিছু থাকবে না: আসাদুজ্জামান রিপন

স্টাফ করেসপন্ডেন্ট
৪ জুলাই ২০২৫ ১৬:৪১

বিএনপির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন।

ঢাকা: আওয়ামী লীগের নিজেদের ভুলের কারণেই তাদের রাজনীতিতে ফিরে আসার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন।

শুক্রবার (৪ জুলাই) জাতীয় প্রেসক্লাবের সামনে তৃণমূল নাগরিক আন্দোলন আয়োজিত সারাদেশে বিভিন্ন স্থানে লুকিয়ে থাকা আওয়ামী দোসরদের গ্রেফতার ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ সৃষ্টির দাবিতে প্রতীকী সমাবেশে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।

এ সময়ে রিপন বলেন, ‘২০০৮ সালের নির্বাচনও ছিল বিতর্কিত। প্ল্যান করে শেখ হাসিনাকে ক্ষমতায় বসিয়ে ভারতের আধিপত্য কায়েম করা হয়েছিল। আর যেসব সরকারি কর্মকর্তারা বিগত তিনটি বিতর্কিত নির্বাচন অনুষ্ঠিত করতে সহযোগিতা করছিল, তারা এখন প্রমোশনের জন্য তদবির করছে।’ তাদের চিহ্নিত করে দ্রুত বিচারের দাবি জানান তিনি।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘আওয়ামী লীগ বাংলাদেশের বিপক্ষে দাঁড়িয়েছে, জনগণের বিরুদ্ধে দাঁড়িয়েছে, গণতন্ত্রকে ধ্বংস করেছে। তাদের রাজনীতিতে ফেরার সুযোগ নেই। আওয়ামী লীগ এখন মুসলিম লীগের পথে। যারা বিনা ভোটের নির্বাচন করেছে, প্রমোশনের জন্য দৌড়াদৌড়ি করছে।’

বিএনপির ভাইস চেয়ারম্যান বলেন, ‘আওয়ামী ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আমরা বিজয় লাভ করেছিলাম ২০২৪ সালের ৫ আগস্ট। এই যে গণঅভ্যুত্থানের মাধ্যমে পরিবর্তনটি হয়েছে, এই পরিবর্তনের মধ্য দিয়ে আমরা সংস্কার চাই।’

তিনি বলেন, ‘কিছুদিন আগে দেশে একটা আন্দোলন হলো। সরকারি কর্মচারী-কর্মকর্তারা বললেন, তাদেরকে নাকি চাকরি থেকে বাদ দেওয়া যাবে না। কেন যাবে না? তিনি ঘুষ খাবেন, দুর্নীতি করবেন, ১৪ হাজার টাকা বেতনের কর্মচারী ঢাকা শহরে দুইটা বাড়ি বানিয়ে ফেলবেন, বিদেশে ছেলে-মেয়েকে পড়াবেন। এই ঘটনায় একজন মন্ত্রী হলে বলে রাজনীতিবিদরা চোর। আপনি যে মহাচোর, সেই কথাটা আপনাকে বলা যাবে না কেন? এই যে আপনারা অনেকেই মহাচোর, এই ব্যবস্থাটিকে জবাবদিহিতার মধ্যে আনতে হবে।’

আসাদুজ্জামান রিপন বলেন, ‘বাংলাদেশের ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে যে তিনটি বিতর্কিত নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে আমলাতন্ত্র-ডিসি, এসপি, ইউএনওরা দিনের ভোট রাতে করতে সহায়তা করেছে, এখনো তারা প্রশাসনের বিভিন্ন বড় বড় পদে বসে আছে। তারা অনেকেই প্রমোশনের জন্য দৌড়ঝাঁপ করছেন। আগে তাদের আচরণের জবাবদিহি করতে হবে।’

তিনি আরও বলেন, ‘জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়ার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে হবে। প্রশাসনের মধ্যে আওয়ামী লীগের যেসব লোক ঘাপটি মেরে আছে, বিগত তিনটি নির্বাচনে যারা বিতর্কিত কর্মকাণ্ড পরিচালনা করে শেখ হাসিনাকে সাহায্য করেছে, তাদেরকে চাকরি থেকে বিতাড়িত করতে হবে এবং আইনের আওতায় আনতে হবে।’

অন্তর্বর্তী সরকারের প্রতি প্রশাসন এবং সচিবালয় থেকে আওয়ামী লীগপন্থিদের বিদায় করে সেইসব বেকার যুবকদের চাকরি দেওয়ার আহ্বান জানান বিএনপির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন।

সারাবাংলা/এফএন/এসডব্লিউ

বিএনপির ভাইস চেয়ারম্যান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর