ঢাকা: রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় ডাকাতির ঘটনায় চার লাখের অধিক সৌদি রিয়াল ও তিনটি মোটরসাইকেল উদ্ধারসহ ১৩ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
শুক্রবার (৪ জুলাই) বিকেলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় ডাকাতির ঘটনায় প্রায় চার লাখ সৌদি রিয়াল ও তিনটি মোটরসাইকেলসহ মোট ১৩ জনকে গ্রেফতার করেছে তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ ও ডিবি।
এর আগে, গত ১ জুলাই বিকেল সাড়ে ৬টার দিকে ডাকাতির ঘটনা ঘটে। মুখোশধারী ও দেশীয় অস্ত্রে সজ্জিত ১০-১২ জনের একটি দল এম এম আয়াত ট্যুরস অ্যান্ড ট্রাভেলস-এর একটি প্রাইভেটকার গতিরোধ করে অস্ত্রের মুখে প্রায় চার লাখ ৯১ হাজার ৫০০ সৌদি রিয়াল, ৪০০ ওমানি রিয়াল, ৩০ কুয়েতি দিনার ও ১২ হাজার ৩৫০ দিরহাম লুট করে।
প্রাথমিক তদন্তে পুলিশ তথ্য-প্রযুক্তি এবং সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে আটক করে প্রতিষ্ঠানটিরই এক কর্মচারী মো. তুহিনকে (২৮)। পরবর্তীতে স্বীকারোক্তিতে তার দেওয়া তথ্য অনুযায়ী তালহা নূর (৩৫), শারমিন (২৫), মো. শাহিন শিকদার (৩৭), ইয়াসিন আরাফাত (৩৬), মো. রফিকুল ইসলাম (৩৬), মো. শুভ হাওলাদারসহ (২৫) মোট ১৩ জনকে গ্রেফতার করা হয়।