Friday 04 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যশোরে বজ্রপাতে স্কুলছাত্রের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ জুলাই ২০২৫ ১৭:৩০

প্রতীকী ছবি

যশোর: যশোরে ফুটবল খেলতে গিয়ে বজ্রপাতে মিশকাত রহমান সুলতান (১২) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৪ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে সদর উপজেলার ইছালি ইউনিয়নের কামারগন্যা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ ঘটনা ঘটে।

মৃত সুলতান ওই গ্রামের রাসেল হোসেনের ছেলে এবং ইছালী মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র।

সুলতানের মা সেলিনা বেগম জানান, স্কুল বন্ধ থাকায় সুলতান তার কয়েকজন বন্ধুকে নিয়ে মাঠে ফুটবল খেলছিল। খেলার মধ্যে সকাল সাড়ে ১০টার দিকে বৃষ্টি শুরু হলে বজ্রপাতের শিকার হয় সে।
স্থানীয় লোকজন সুলতানকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. জুবাইদা আফসানা বলেন, “বজ্রপাতে সুলতানের মৃত্যু হয়েছে। তার শরীরের কিছু অংশ ঝলসে গেছে।” সুলতানের এই হৃদয়বিদারক মৃত্যুর ঘটনায় শোকাহত এলাকাবাসী।

সারাবাংলা/এসডব্লিউ

বজ্রপাতে মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর