Friday 04 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশের প্রত্যাশা দিনদিন ফিকে হচ্ছে: খায়রুল কবির

স্টাফ করেসপন্ডেন্ট
৪ জুলাই ২০২৫ ১৭:৫২

বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন। ছবি: সংগৃহীত

ঢাকা: বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেছেন, ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশের প্রত্যাশা দিনদিন ফিকে হয়ে যাচ্ছে ।

শুক্রবার (৪ জুলাই) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে দলের এক প্রতিবাদ সভায় তিনি এই মন্তব্য করেন।

খায়রুল কবির বলেন, ‘লন্ডনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকে উদ্বেগ নিরসন হয়েছে। কিন্তু কিছু দল এই বৈঠক ভালোভাবে নেয়নি। তারা আগে স্থানীয় নির্বাচনসহ নানা দাবি চেয়ে পরিবেশ ঘোলাটে করতে চাচ্ছে।’

তিনি বলেন, ‘জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের মাধ্যমে যে বিজয় অর্জিত হয়েছে, তা চূড়ান্ত বিজয় নয়। এই বিজয়ের ফলে আমরা একটি মুক্ত পরিবেশ পেয়েছি। নির্বাচন ছাড়া গণতন্ত্রের চূড়ান্ত বিজয় অর্জন সম্ভব নয়।‘

বিজ্ঞাপন

খায়রুল কবির খোকন আরও বলেন, ‘আগামী দিনে একটি অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে যে সরকার গঠিত হবে এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা হবে, সেদিনই গণতন্ত্রের চূড়ান্ত বিজয় অর্জিত হবে। অন্যথায় ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশের প্রত্যাশা ফিকে-ই থেকে যাবে।’

সারাবাংলা/এফএন/এইচআই

খায়রুল কবির ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ বিএনপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর