Saturday 05 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জামায়াত ক্ষমতায় এলে নারীরা অধিকার থেকে বঞ্চিত হবে না: নুরুল ইসলাম বুলবুল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ জুলাই ২০২৫ ১৮:১৫ | আপডেট: ৪ জুলাই ২০২৫ ১৮:২২

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল

রংপুর: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল বলেছেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে নারীর মর্যাদা আরও বৃদ্ধি পাবে।

শুক্রবার (৪ জুলাই) বিকেলে রংপুর জেলা স্কুল মাঠে জামায়াতে ইসলামীর জনসভায় এ কথা বলেন নুরুল ইসলাম বুলবুল।

তিনি বলেন, ‘অনেকেই মনে করেন জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে নারীরা তাদের বিভিন্ন অধিকার থেকে বঞ্চিত হবেন। কিন্তু, ধারণাটা আসলে ভুল। একটি পক্ষ মানুষকে ভুল বোঝাচ্ছে। জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে নারীর মর্যাদা আরও বৃদ্ধি পাবে।’

জামায়াত একটি সুষ্ঠু নির্বাচন চায় এবং দেশের রাজনৈতিক সংস্কারে গতি আনতে চায় উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এই সদস্য বলেন, ‘নির্বাচনের আগে অবশ্যই সুষ্ঠুভাবে সংস্কার আনতে হবে। তা না হলে সে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে। এ ছাড়া নির্বাচনের আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত সকল ছাত্র, ভাই-বোন, বিগত ১৬ বছরে গুম খুনের দায়ে অপরাধী যারা তাদের বিচারের আওতায় আনতে হবে।’

বিজ্ঞাপন

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের সব খুনির বিচার, প্রয়োজনীয় সব সংস্কারের পর নির্বাচন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নসহ মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যেসহ চার দফা দাবিতে জামায়াতে ইসলামীর জনসভায় রংপুর জেলা স্কুল মাঠ লোকে লোকারণ্য। বিকেল চারটার পর থেকেই আঞ্চলিক নেতারা বক্তৃতা শুরু করেন। রংপুর বিভাগে আট জেলার প্রার্থীদেরকে একে একে পরিচয় করিয়ে দেওয়া হয় নেতাকর্মীদের সামনে।

প্রায় ১৭ বছর পর জামায়াতের প্রকাশ্যে বড় সমাবেশ তাই দলটির নেতাকর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে।

জামায়াতে ইসলামীর জনসভায় রংপুর জেলা স্কুল মাঠ লোকে লোকারণ্য।

সকাল থেকে রংপুর জিলা স্কুল মাঠ, সকাল থেকেই বিভিন্ন জেলা, উপজেলা, ইউনিয়নসহ দূরদূরান্ত থেকে আসতে শুরু করেন নেতাকর্মীরা। জামায়াতের সমাবেশে প্রধান অতিথি থাকবেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। প্রধান বক্তা থাকবেন সদ্য কারামুক্ত কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য এটিএম আজহারুল ইসলাম। জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মজিবর রহমান, জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার, কেন্দ্রীয় সদস্য অধ্যক্ষ মমতাজ উদ্দিন আহামেদ, অধ্যাপক মাহবুবার রহমান বেলাল প্রমুখ বক্তৃতা করবেন।

এ ছাড়া জনসভায় ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলামসহ জামায়াতের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য দেবেন। জনসভায় দুই লাখ মানুষের উপস্থিতি থাকবে বলে আশা প্রকাশ করেছেন দলটির নেতৃবৃন্দ।

জামায়াতে ইসলামীর রংপুর-দিনাজপুর অঞ্চল পরিচালক মাওলানা আবদুল হালিম বলেন, ‘রংপুর বিভাগীয় জনসভায় দুই লক্ষাধিক মানুষ জমায়েতের টার্গেট নিয়েছে জামায়াতে ইসলামী। জনসভাকে জনসমুদ্রে পরিণত করা হবে। জনসভা সফল করতে ইতোমধ্যে রংপুর নগরীর গুরুত্বপূর্ণ স্থানে তোরণ নির্মাণ, পোস্টার, ব্যানার-ফেস্টুন লাগানো, মাইকিং, প্রচারণা, গণসংযোগ ও মোটরসাইকেল র‌্যালি করা হয়েছে। সুষ্ঠুভাবে জনসভা আয়োজনে মঞ্চ প্রস্তুত, প্রচারণাসহ ১৩টি উপ-কমিটি দিন-রাত কাজ করেছে।’

আবদুল হালিম বলেন, ‘বিগত ১৮ বছরে ফ্যাসিবাদের কবলে পরে হাজার হাজার মানুষ গুম, খুন, জুলুম ও নির্যাতনের শিকার হয়েছে। জামায়াতে ইসলামীর ১১ জন শীর্ষ নেতাকে গত জালিম সরকার ন্যায়ভ্রষ্ট রায় দেখিয়ে রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে হত্যা করেছে। আওয়ামী ফ্যাসিবাদের সময় জামায়াতে ইসলামী দল হিসেবে তার গণতান্ত্রিক কার্যক্রম উন্মুক্তভাবে পরিচালনা করতে পারেনি। প্রায় ১৭ বছর পর জামায়াতের প্রকাশ্যে বড় সমাবেশ করছে দল।’

নেতাকর্মীরা জানান, ‘সমাবেশে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান যেমন প্রধান উপলক্ষ, তেমনি ১৪ বছর পর এটিএম কারামুক্ত রংপুরের কৃতি সন্তান কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য এটিএম আজহারুল ইসলাম দেখতে উৎসুক জনতা।

সারাবাংলা/এইচআই

জামায়াতে ইসলামী নুরুল ইসলাম রংপুর

বিজ্ঞাপন

সন্তান নিতে চান জয়া আহসান
৫ জুলাই ২০২৫ ২০:১৪

আরো

সম্পর্কিত খবর