Friday 04 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেশে কোরআনের আইন ছাড়া শান্তি প্রতিষ্ঠা সম্ভব না: অধ্যাপক মুজিবুর রহমান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ জুলাই ২০২৫ ১৮:২৬

জামায়াতে ইসলামীর সিনিয়র নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান।

রংপুর: দেশে কোরআনের আইন বাস্তবায়ন না হওয়া পর্যন্ত শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সিনিয়র নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান।

শুক্রবার (৪ জুলাই) বিকেলে রংপুর জিলা স্কুল মাঠে জামায়াতে ইসলামীর বিভাগীয় জনসভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘দেশে শান্তি প্রতিষ্ঠা করা খুবই জরুরি। এ জন্য ইসলামের শরীয়াহ, আইন কানুন মেনে চলা বাধ্যতামূলক। এ জন্য জুলাই আন্দোলনের চেয়েও বড় আন্দোলন করতে হবে।’

অধ্যাপক মুজিবুর রহমান আরও বলেন, ‘জনগণ দাঁড়িপাল্লায় তাদের মূল্যবান ভোট প্রয়োগ করলেই দেশে শান্তি প্রতিষ্ঠা সম্ভব।’

বিজ্ঞাপন

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের সব খুনির বিচার, প্রয়োজনীয় সব সংস্কারের পর নির্বাচন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নসহ মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যেসহ চার দফা দাবিতে জামায়াতে ইসলামীর জনসভায় রংপুর জেলা স্কুল মাঠ লোকে লোকারণ্য। বিকেল চারটার পর থেকেই আঞ্চলিক নেতারা বক্তৃতা শুরু করেন। রংপুর বিভাগে আট জেলার প্রার্থীদেরকে একে একে পরিচয় করিয়ে দেওয়া হয় নেতাকর্মীদের সামনে।

প্রায় ১৭ বছর পর জামায়াতের প্রকাশ্যে বড় সমাবেশ তাই দলটির নেতাকর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে।

সকাল থেকে রংপুর জিলা স্কুল মাঠ, সকাল থেকেই বিভিন্ন জেলা, উপজেলা, ইউনিয়নসহ দূরদূরান্ত থেকে আসতে শুরু করেন নেতাকর্মীরা। জামায়াতের সমাবেশে প্রধান অতিথি থাকবেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। প্রধান বক্তা থাকবেন সদ্য কারামুক্ত কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য এটিএম আজহারুল ইসলাম। জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মজিবর রহমান, জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার, কেন্দ্রীয় সদস্য অধ্যক্ষ মমতাজ উদ্দিন আহামেদ, অধ্যাপক মাহবুবার রহমান বেলাল প্রমুখ বক্তৃতা করবেন।

সারাবাংলা/এইচআই

অধ্যাপক মুজিবুর রহমান জামায়াতে ইসলামী রংপুর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর