Friday 04 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আমার মুক্তির প্রধান সোপান আবু সাঈদ: এটিএম আজহারুল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ জুলাই ২০২৫ ১৮:৪৫

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য এটিএম আজহারুল ইসলাম

রংপুর: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য এটিএম আজহারুল ইসলাম বলেছেন, আমার মুক্তির প্রধান সোপান আবু সাঈদ। আবু সাঈদ পুলিশের বন্দুকের সামনে বুক পেতে না দিলে আমি যেমন কারামুক্ত হতাম না; বাংলাদেশের মানুষ নতুন স্বাধীনতা পেত না।

শুক্রবার (৪ জুলাই) বিকেলে রংপুর জিলা স্কুল মাঠে জামায়াতে ইসলামীর বিভাগীয় জনসভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘স্বৈরাচার সরকার জামায়াতের কেন্দ্রীয় জ্যৈষ্ঠ নেতাদের বিনা অপরাধে ফাঁসির কাষ্ঠে ঝুলিয়েছেন। আবু সাঈদ বুক পেতে না দিলে; ৫ আগস্ট না হলে আমি আজকে হয়তো এই প্রোগ্রামের বক্তব্য রাখতে পারতাম না আমাকেও ফাঁসির মঞ্চে উঠানো হতো।’

বিজ্ঞাপন

আবু সাঈদের হত্যাকারীদের অতিদ্রুত বিচারের আওতায় আনার জন্য বর্তমান সরকারকে আহ্বান জানিয়ে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য এটিএম আজহারুল ইসলাম বলেন, ‘বিচার যেনো বিলম্বিত না হয়। বিচারের আশায় বুক বেঁধে আছেন আবু সাঈদসহ জুলাই আন্দোলনে শহিদ হওয়ার সকলের পরিবার। তাই অনতিবিলম্বে বিচার কার্যক্রম শেষ করতে হবে।’

সারাবাংলা/এইচআই

আবু সাঈদ এটিএম আজহারুল জামায়াতে ইসলামী রংপুর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর