Friday 04 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পিএসসি সংস্কার আন্দোলন
শাহবাগে পুলিশের সঙ্গে সংঘর্ষের পর রাজু ভাস্কর্যে শিক্ষার্থীদের অবস্থান

ঢাবি করেসপন্ডেন্ট
৪ জুলাই ২০২৫ ১৯:১১ | আপডেট: ৪ জুলাই ২০২৫ ২৩:২৩

আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষ বাধে পুলিশের। ছবি: সারাবাংলা

ঢাকা: সরকারি কর্ম কমিশন (পিএসসি) সংস্কারের দাবিতে আন্দোলনরত চাকরিপ্রত্যাশী ও শিক্ষার্থীরা রাজধানীর শাহবাগ মোড়ে ‘ব্লকেড’ কর্মসূচি পালন করেন। এ সময় পুলিশ তাদের কর্মসূচিতে বাধা দিতে গেলে আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষের পর আন্দোলনকারীরা শাহবাগ মোড় ছেড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে অবস্থান নেন। সেখানে তারা ঘোষণা দেন, তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত এই অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে।

শুক্রবার (৪ জুলাই) সন্ধ্যা ৬ টার দিকে এ ঘটনা ঘটে। এর আগে বিকেল ৪ টার দিকে ছাত্র সমাবেশের ব্যানারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে বিক্ষোভ মিছিল নিয়ে এসে আন্দোলনকারীরা শাহবাগে অবস্থান নেন।

বিজ্ঞাপন

এ সময় তারা ‘পিএসসির কালো হাত, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, ‘সংস্কার সংস্কার, পিএসসি সংস্কার’, ‘ইন্টেরিম না রাজপথ, রাজপথ রাজপথ’সহ নানা স্লোগান দিতে থাকেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। ছবি: সারাবাংলা

সংঘর্ষের বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম সাংবাদিকদের বলেন, ‘শাহবাগে ব্লকেড পালন করা আন্দোলনকারীদের আমরা প্রথমে রিকোয়েস্ট করি তারা যেন মানুষের যাতায়াতে সমস্যা না করে। তাদেরকে কয়েক দফায় সময় দিয়েছি। হঠাৎ করে কিছু ছেলে পুলিশের কয়েকজন সদস্যকে আঘাত করে। আমাদের বেশ কয়েকজন সদস্য আহত হয়েছেন।’

মাসুদ আলম আরও বলেন, ‘আমরা বারবার বলি, কারো দাবি দাওয়া থাকতেই পারে। শাহবাগে এসে ১০ মিনিট থেকে চলে যেতে পারে। কিন্তু এখানে ঘণ্টার পর ঘণ্টা থেকে তো লাভ নেই।’

আন্দোলনরত বুয়েটের সাবেক শিক্ষার্থী সালেহিন সিয়ন সারাবাংলাকে বলেন, ‘আমরা শাহবাগ থেকে রাজু ভাস্কর্যের দিকে চলে আসছিলাম। হঠাৎ পুলিশ পেছন থেকে ধাক্কা দেওয়া শুরু করে। এতেই সংঘর্ষ শুরু হয়।’

আন্দোলনকারীরা রাজু ভাস্কর্যের পাদদেশে এসে ঘোষণা দেন, ‘৪৪তম বিসিএস-এ পদ সংখ্যা বৃদ্ধি, চূড়ান্ত ফলাফলের সঙ্গে লিখিত ও ভাইভার নম্বর প্রকাশ, চূড়ান্ত ফলাফল দেওয়ার আগে ক্যাডার চয়েস সংশোধনের সুযোগ দান, একই ক্যাডারে একই ব্যক্তিকে দ্বিতীয়বার সুপারিশ না করা, নন-ক্যাডার বিধিমালা-২০২৩ বাতিল/সংশোধনপূর্বক ভাইভায় উত্তীর্ণ সকল প্রার্থীকে চাকরি প্রদান, যে সমস্ত প্রার্থীর স্নাতকে পঠিত বিষয়ের বিষয় কোড নেই, তাদেরকেও সঙ্গতিপূর্ণ নন-ক্যাডার পদে আবেদনের সুযোগ প্রদানসহ বিভিন্ন দাবি না মানলে রাজু ভাষ্কর্যে রাত-দিন অবস্থান কর্মসূচি পালন করা হবে।’

সারাবাংলা/কেকে/এইচআই

রাজু ভাস্কর্য শাহবাগ মোড়ে 'ব্লকেড' সরকারি কর্ম কমিশন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর