Sunday 06 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘জুলাই অভ্যুত্থান না হলে ২০ বছরেও ফ্যাসিবাদের পতন হতো না’

স্টাফ করেসপন্ডেন্ট
৪ জুলাই ২০২৫ ১৯:৩১

আল রাজি কমপ্লেক্সে ‘রক্তাক্ত জুলাই গণঅভ্যুত্থান স্মরণে’ সমাবেশ।

ঢাকা: জুলাই অভ্যুত্থান না হলে আগামী ২০ বছরেও আওয়ামী ফ্যাসিবাদের পতন ঘটানো সম্ভব হতো না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান ।

তিনি বলেছেন, ‘জুলাই অভ্যুত্থান বাংলাদেশের জনগণের ভোটাধিকার, গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠায় বুকের রক্ত ঢেলে লেখা অঙ্গীকার। এই জুলাই অভ্যুত্থান যদি না হতো, আগামী ২০ বছরেও আওয়ামী ফ্যাসিবাদের পতন ঘটানো সম্ভব হতো না।’

শুক্রবার (৪ জুলাই) বিকেল ৪টায় রাজধানীর আল রাজি কমপ্লেক্সে ‘রক্তাক্ত জুলাই গণঅভ্যুত্থান স্মরণে’ বাংলাদেশ লেবার পার্টি, ঢাকা মহানগর শাখার উদ্যোগে প্রতিনিধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

ডা. ইরান বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থান আওয়ামী ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে গণজনতার স্পষ্ট না-বলার আত্মাহুতির ইতিহাস। ফ্যাসিবাদ ও তাদের দোসররা এখনও জুলাই গণঅভ্যুত্থানের বদলা নিতে নানা চক্রান্তে লিপ্ত আছে। আমরা ভোট ডাকাতি, দমন-পীড়ন, গুম-খুন, আয়না ঘরে নির্যাতন, বাক-স্বাধীনতার গলা টিপে ধরা, সংবাদমাধ্যমের নিয়ন্ত্রণ, বিচারব্যবস্থার দলীয়করণ আর অর্থ পাচারের ভয়ংকর নীলনকশায় জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দেখতে চাই।’

তিনি বলেন, ‘অবিলম্বে ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। যারা ভারতীয় আধিপত্যবাদী আগ্রাসনের সহযোগী, যারা দেশের সম্পদ, মর্যাদা ও সার্বভৌমত্ব বিক্রি করে লুটপাটের রাজত্ব কায়েম করেছে, তাদের কোনো ক্ষমা নেই।’

তিনি আরও বলেন, ‘লেবার পার্টি জনগণের ভোটাধিকার পুনরুদ্ধার, প্রকৃত গণতন্ত্র, মানবাধিকার, আইনের শাসন ও ইনসাফভিত্তিক জনকল্যাণ রাষ্ট্র গড়তে বদ্ধপরিকর। জনগণই হবে ক্ষমতার উৎস। আমরা ওমর-ই সাম্যবাদী দর্শনের আলোকে শোষণ-বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করতে চাই। লেবার পার্টি ও ছাত্র মিশন যে আত্মত্যাগের ইতিহাস সৃষ্টি করেছে, তা বৃথা যাবে না। দেশের ছাত্র, যুব, শ্রমিক, কৃষক, নারীদের নিয়ে ফ্যাসিবাদ ও আধিপত্যবাদ বিরোধী বৃহত্তর জাতীয় ঐক্য গড়ে তুলে জনগণের সরকার প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই।’

সাবেক মহানগর সাধারণ সম্পাদক মো. জাহিদুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন লেবার পার্টির ভাইস চেয়ারম্যান এস এম ইউসুফ আলী, অ্যাডভোকেট জহুরা খাতুন জুঁই, মোসলেম উদ্দিন, ভারপ্রাপ্ত মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম, যুগ্ম মহাসচিব মুফতি তরিকুল ইসলাম সাদি, দফতর সম্পাদক মো. মিরাজ খান, প্রচার সম্পাদক মো. মনির হোসেন খান ও মহিলা সম্পাদক নাসিমা নাজনীন সরকার।

সভায় মো. মাসুম চৌধুরীকে আহ্বায়ক ও জাহিদুর ইসলামকে সদস্য সচিব করে ঢাকা মহানগর লেবার পার্টির ৭১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

সারাবাংলা/এফএন/এসডব্লিউ

জুলাই গণ-অভ্যুত্থানের এক বছর বাংলাদেশ লেবার পার্টি সমাবেশ

বিজ্ঞাপন

পবিত্র আশুরা আজ
৬ জুলাই ২০২৫ ০৩:১৮

আরো

সম্পর্কিত খবর