ঢাকা: পেশাগত কর্মদক্ষতা ও টেকসই প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখার স্বীকৃতি স্বরুপ আইএফআইসি ব্যাংক ২৩৯ জন কর্মকর্তাকে বিভিন্ন পর্যায়ে পদোন্নতি দিয়েছে।
বুধবার (২ জুলাই) রাজধানীর আইএফআইসি টাওয়ার-এর মাল্টিপারপাস হলে এ উপলেক্ষ্য ‘সেলিব্রেটিং ক্যারিয়ার প্রগ্রেশন’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওইদিন ২৩৯ জন কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়।
শুক্রবার (৪ জুলাই) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
হাইব্রিড মুডে আয়োজিত ওই অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মনসুর মোস্তফা ও সিনিয়র ম্যানেজম্যান্ট টিমের সদস্যরা ৬৯ জন কর্মকর্তার কাছে পদোন্নতি পত্র হস্তান্তর করেন। এ সময় বিভিন্ন শাখা-উপাশাখা থেকে ১৮০ জন পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তা ভার্চুয়ালী তাদের পদোন্নতি পত্র গ্রহণ করেন।
অনুষ্ঠানে ব্যাংকের এমডি সৈয়দ মনসুর মোস্তফা পদোন্নতি প্রাপ্তদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
তিনি বলেন, ‘আইএফআইসি ব্যাংকের অন্যতম প্রধান শক্তি আমাদের মানবসম্পদ। দক্ষ, নিবেদিত ও যোগ্য জনবলই আমাদের টেকসই অগ্রগতির চালিকাশক্তি। যোগ্যতা ও পারফরম্যান্সভিত্তিক স্বীকৃতি শুধু কর্মপ্রেরণা বৃদ্ধি করে না, বরং একটি সুসংগঠিত কর্মপরিবেশ গড়ে তোলে যা দীর্ঘমেয়াদে ব্যবসার গুণগত উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।’
প্রসঙ্গত, গত ১ জুলাই একইভাবে ১১৬জন কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়।