Saturday 05 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজবাড়ীতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ জুলাই ২০২৫ ২০:১৮

ম্যাচ শেষে ট্রফি হাতে বিজয় উদযাপন।

রাজবাড়ী: জুলাই শহিদদের স্মরণে রাজবাড়ীতে জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমানের আয়োজনে ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে এক ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।

শুক্রবার (৪ জুলাই) বিকেলে রাজবাড়ী জেলা স্টেডিয়ামে এই ফুটবল ম্যাচে শহিদ আবু সাঈদ স্মৃতি একাদশ বনাম শহিদ ওয়াসীম স্মৃতি একাদশ অংশগ্রহণ করে।

খেলার নির্ধারিত সময়ে শহিদ ওয়াসিম স্মৃতি একাদশ ৪-১ গোলে শহিদ আবু সাঈদ স্মৃতি একাদশ দলকে পরাজিত করে।

এ সময়ে প্রধান অতিথি হিসেবে জেলা বিএনপির আহবায়ক অ্যাড. লিয়াকত আলী বাবু ও বিশেষ অতিথি হিসেবে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম শিকদার পিন্টু, জেলা কৃষক দলের সদস্য সচিব এ কে এম সিরাজুল আলম চৌধুরী বক্তব্য দেন। এ সময়ে জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

খেলা শেষে অতিথিরা বিজয়ী ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন।

খেলার আয়োজক জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান বলেন, ‘জুলাই স্মৃতিকে ধরে রাখতে এবং জুলাই আন্দোলনে শহিদ আবু সাঈদ ও শহিদ ওয়াসিমের স্মৃতি ধরে রাখতেই এই প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে। এই আয়োজনটি অন্যান্য সংগঠনকেও করতে আহ্বান জানাচ্ছি। আমরা ভবিষ্যতেও এই ধারা অব্যহত রাখব।’

জেলা বিএনপির আহ্বায়ক অ্যাড. লিয়াকত আলী বাবু বলেন, ‘জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমানের এই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই। জুলাই স্মৃতিকে ধরে রাখার জন্য শহিদ আবু সাঈদ ও শহিদ ওয়াসিমের স্মরণে আজকের এই ফুটবল ম্যাচ। এই ফুটবল ম্যাচের মাধ্যমে আমরা জুলাইকে স্মরণ রাখব এবং শহিদদের স্মৃতিকে ধরে রাখব। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে এবং আমাদের জেলা বিএনপি’র পক্ষ থেকে সার্বিক সহযোগিতা থাকবে।’

সারাবাংলা/এসডব্লিউ

প্রীতি ফুটবল ম্যাচ'

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর