নরসিংদী: ২৪ এর জুলাই গণঅভ্যুত্থানে শহিদ তাহমিদের বাবা ডা. রফিকুল ইসলাম বলেছেন, ‘বিচার ছাড়া শহিদ এবং আহতদের পরিবার নির্বাচন চায় না। এটা আমাদের শহিদ পরিবারের দাবি,আহতদের দাবি,যারা হাসপাতালে কাতরাচ্ছে তাদেরও দাবি। পবিত্র রক্ত দিয়ে যারা জীবন দিয়ে গেছেন,এ রক্ত যেন বৃথা না যায়। বর্তমান সরকারের কাছে আমাদের দাবি জুলাইয়ের বিচারকে যেন ছিন্ন না করা হয়, কোনো লুকোচুরি যেন না করা হয়। সত্যিকারের খুনিকে বিচারের আওতায় এনে শরীয়তের বিধান অনুযায়ী ফাঁসিতে ঝুলাতে হবে।’
তিনি বলেন, ‘কেন অবুঝ সন্তানদের এভাবে পাখির মতো গুলি করে হত্যা করেছে? অকারণে, এরা কি দেশের নাগরিক না,দেশ প্রেমিক ছিল না, এরা কি ছাত্র ছিল না, এদের কি ভাইবোন- পরিবার ছিল না? বাংলাদেশের জন্য আমাদের দোয়া, বাংলাদেশ যেন একটি সুন্দর দেশ হিসেবে পৃথিবীকে উপহার দিতে পারে।’
শুক্রবার (৪ জুলাই) বিকেলে নরসিংদী প্রেসক্লাবে ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ) নরসিংদী জেলা শাখার আয়োজিত জুলাই শহিদ ও আহতদের স্বরণে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
আলোচনা সভায় আপ বাংলাদেশের নরসিংদী জেলা সংগঠক রুহুল আমিন ফয়সালের সভাপতিত্বে, এম. এইচ. মুহসিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আপ বাংলাদেশের সদস্য সচিব আরেফিন মো. হিযবুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন ছিলেন, আপ বাংলাদেশের কেন্দ্রীয় সদস্য ডা. জাহিদ হাসান ও অ্যাড. আব্দুল আলিম। এছাড়াও আপ বাংলাদেশের জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।