Saturday 05 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে কুষ্টিয়ায় বিক্ষোভ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ জুলাই ২০২৫ ২০:৩৭ | আপডেট: ৪ জুলাই ২০২৫ ২০:৪০

জুম্মার নামাজ শেষে বিক্ষোভে অংশ নেন সাধারণ জনতা।

কুষ্টিয়া: ‘বিশ্ব মুসলিম ঐক্য গড়, ফিলিস্তিন স্বাধীন কর’এই স্লোগানে ফিলিস্তিনে ইসরায়েলের বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে কুষ্টিয়ায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৪ জুলাই) জুম্মার নামাজ শেষে জনগণের ব্যানারে আয়োজিত মিছিলটি এনএসরোডের বড় মসজিদ থেকে শুরু হয়ে শহরের মজমপুর গেটে গিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিলে মুসল্লি, শিক্ষার্থী, স্থানীয় ব্যবসায়ী, যুবক ও সাধারণ জনতা অংশ নেন।

এ সময় বিক্ষোভকারীরা বলেন, ‘ফিলিস্তিনের নিরীহ মানুষ ও শিশুদের ওপর ইসরায়েলের অব্যাহত বর্বর হামলার তীব্র নিন্দা জানাই । মিছিলে অংশগ্রহণই যথেষ্ট নয়, প্রয়োজন কার্যকর পদক্ষেপ জাতিসংঘ, ওআইসি ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর উচিত ইসরায়েলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া।’

বিজ্ঞাপন

মিছিলে ‘নারায়ে তাকবির,আল্লাহু আকবার,‘ইসরাইলের কালো হাত, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, ‘ফিলিস্তিনিরা একা নয়, আমরা আছি তাদের সঙ্গে’, ইত্যাদি স্লোগান দেন তারা।

সারাবাংলা/এসডব্লিউ

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদ বিক্ষোভ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর