Friday 04 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খুলনায় হোটেল থেকে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ জুলাই ২০২৫ ২২:৩৮

ওই নারীর মরদেহ।

খুলনা: খুলনা নগরীর ওয়েস্টার্ন ইন হোটেল থেকে শান্তা ইসলাম (৪২) নামের এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৪ জুলাই) বিকেলে ওই নারীর মরদেহ হোটেলের তৃতীয় তলায় ২০৮ নম্বর কক্ষ থেকে উদ্ধার করা হয়।

শান্তা ইসলাম বাগেরহাট জেলার তেলীগাতি গ্রামের বাসিন্দা আ. খালেকের মেয়ে।

খুলনা থানার অফিসার ইনচার্জ (ওসি) হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘বৃহস্পতিবার (৩ জুলাই) ঢাকা থেকে খুলনায় আসেন ওই নারী। তিনি ওই হোটেলের তৃতীয় তলার ২০৮ নম্বর কক্ষটি ভাড়া নেন। শুক্রবার সকালে তিনি হোটেলে নাস্তা করেন। দুপুর সাড়ে ১২ টার দিকে হোটেল কর্তৃপক্ষ কক্ষটি পরিষ্কার করতে গিয়ে ডাক দিলে ভেতর থেকে কোনো সাড়াশব্দ পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

পরবর্তীতে বিকেলে ৪ টা ২০ মিনিটের দিকে হোটেল কর্তৃপক্ষ পুলিশকে বিষয়টি জানালে পুলিশ হোটেলের ওই কক্ষটির তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে শান্তা ইসলামের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।

তিনি আরও বলেন, এর আগেও তিনি বিভিন্ন হোটেলে ছদ্মনাম ব্যাবহার করে অবস্থান করেছেন। কিন্তু টাকা দিতে না পারায় ব্যাগ ফেলে রেখে চলে যান। ওই নারী ঢাকায় মুর্শিদা নামে এক মহিলার বাড়িতে গৃহপরিচারিকা হিসেবে কর্মরত ছিলেন।

সারাবাংলা/এইচআই

খুলনা নারীর ঝুলন্ত মরদেহ মরদেহ উদ্ধার হোটেল থেকে মরদেহ