Saturday 05 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাতক্ষীরায় দুটি এয়ারগানসহ আটক ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ জুলাই ২০২৫ ২৩:২৪

অস্ত্রসহ একজনকে আটক করেছে পুলিশ।

সাতক্ষীরা: সাতক্ষীরার কালিগঞ্জে অভিযান চালিয়ে দুটি দেশীয় এয়ারগানসহ শেখ রেজাউল কবির (৪৭) নামে একজনকে আটক করেছে পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে লেয়াকত হোসেন (৫০) নামে আরও একজন পালিয়ে যায়।

শুক্রবার (৪ জুলাই) কুশুলিয়া ইউনিয়নের মহৎপুর গ্রামে শেখ রেজাউল কবিরের নিজ বাড়িতে এই অভিযান চালানো হয়।

আটক শেখ রেজাউল কবির মহৎপুর গ্রামের মৃত আবুল শেখের ছেলে। অন্যদিকে, পলাতক লেয়াকত হোসেন উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের ইছামউদ্দিনের ছেলে।

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান জানান, আসামিদের কাছে অবৈধ অস্ত্র থাকার গোপন সংবাদের ভিত্তিতে থানার উপপরিদর্শক (এসআই) তাপস কুমার ঘোষ সঙ্গীয় ফোর্স ও সেনাবাহিনীর টহল টিমের সহায়তায় শেখ রেজাউল কবিরের বাড়িতে তল্লাশি চালান। তল্লাশিকালে দুটি দেশীয় এয়ারগান এবং এয়ারগানের সরঞ্জামাদিসহ রেজাউলকে আটক করা হয়। তবে, পুলিশের উপস্থিতি বুঝতে পেরে লেয়াকত পালিয়ে যান।

বিজ্ঞাপন

সারাবাংলা/এইচআই

অস্ত্রসহ আটক আটক এয়ারগান সাতক্ষীরা

বিজ্ঞাপন

আজ ঢাকার বাতাস সহনীয়
৫ জুলাই ২০২৫ ১০:৩৭

আরো

সম্পর্কিত খবর