মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, যেসব দেশ আগামী পাঁচদিনের মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তিতে পৌঁছাতে পারবে না, তাদের ওপর ৬০ থেকে ৭০ শতাংশ পর্যন্ত উচ্চ শুল্ক আরোপ করা হবে।
শুক্রবার (৪ জুলাই) সকালে জয়েন্ট বেস অ্যান্ড্রুজে সাংবাদিকদের তিনি এই কথা জানান। এই পদক্ষেপকে ট্রাম্পের ‘আমেরিকা ফার্স্ট’ নীতির অংশ হিসেবে দেখা হচ্ছে, যা আন্তর্জাতিক বাণিজ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি করতে পারে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৯ জুলাইয়ের মধ্যে উচ্চ আমদানি শুল্ক এড়াতে বিভিন্ন দেশকে চুক্তি করার জন্য শুক্রবার ১০ বা ১২টি চিঠি পাঠানোর কথা জানিয়েছেন। পরবর্তীতে আরও চিঠি পাঠানো হবে বলে তিনি উল্লেখ করেছেন। গণমাধ্যমের খবর অনুযায়ী, ট্রাম্প শুক্রবার থেকেই আনুষ্ঠানিকভাবে তার নতুন ব্যাপক শুল্ক ব্যবস্থা সম্পর্কে গুরুত্বপূর্ণ মার্কিন বাণিজ্য অংশীদারদের জানানো শুরু করবেন।
এই নতুন শুল্ক ১লা আগস্ট থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে। এর ফলে কিছু দেশকে যুক্তরাষ্ট্রে রফতানির ক্ষেত্রে ৭০ শতাংশ পর্যন্ত শুল্কের মুখোমুখি হতে হতে পারে।
স্বাধীনতা দিবসের ছুটির আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প জানান, প্রাথমিকভাবে প্রায় ১০-১২টি চিঠি জারি করা হবে এবং আগামী দিনে আরও চিঠি পাঠানো হবে। তিনি বলেন, ‘৯ তারিখের মধ্যে তারা পুরোপুরি আওতাভুক্ত হবে।’
ট্রাম্পের এই পদ্ধতিকে তার “আমেরিকা ফার্স্ট” বাণিজ্য নীতির অংশ হিসেবে দেখা হচ্ছে, যা আলোচনার জন্য খুব কম সুযোগ রাখে। তিনি আরও বলেন, ‘শুল্কের হার ৬০ বা ৭০ শতাংশ থেকে ১০ এবং ২০ শতাংশ পর্যন্ত হতে পারে। নতুন শুল্কের মাত্রা দেশ অনুযায়ী ভিন্ন হবে।’