Saturday 05 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আ.লীগ নেতাকে গ্রেফতারের দাবিতে ছেলের বিয়ের অনুষ্ঠানে ঘিরে বিক্ষোভ

স্পেশাল করেসপন্ডেন্ট
৫ জুলাই ২০২৫ ০৩:৩৮

আওয়ামী লীগ নেতাকে গ্রেফতারের দাবিতে ছেলের বিয়ের অনুষ্ঠানে ঘিরে বিক্ষোভ। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম ব্যুরো: চিটাগং ক্লাবে আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) এক নেতার ছেলের বিয়ের অনুষ্ঠানে গিয়ে বিক্ষোভ করেছেন একদল তরুণ-যুবক। যারা নিজেদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী হিসেবে পরিচয় দিয়েছেন। এতে বিয়ের অনুষ্ঠানে আসা অতিথিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

শুক্রবার (৪ জুলাই) রাতে চিটাগং ক্লাবে বোয়ালখালী উপজেলার সাবেক চেয়ারম্যান ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য জাহেদুল হকের ছেলের বিয়ের অনুষ্ঠান চলছিল।

জানা গেছে, আওয়ামী লীগ নেতার ছেলের বিয়ের অনুষ্ঠানের খবর পেয়ে শ’খানেক তরুণ-যুবক ক্লাবের মূল ফটকে দিয়ে প্রবেশ করে বিক্ষোভ দেখাতে শুরু করে। এ সময় তারা জাহেদুল হককে গ্রেফতারের দাবিতে স্লোগান দিতে থাকেন। এক পর্যায়ে তারা চট্টগ্রাম ক্লাব থেকে বের হওয়া প্রাইভেটকার, মাইক্রোবাসসহ বিভিন্ন যানবাহন থামিয়ে তল্লাশি করতে থাকেন।

বিজ্ঞাপন

ঘটনাস্থলে বিক্ষোভকারী এক যুবক সাংবাদিকদের বলেন, ‘জাহেদুল হক স্বৈরাচার আওয়ামী লীগের চিহ্নিত নেতা। তার বিরুদ্ধে ১২টির মতো মামলা আছে। জুলাই আন্দোলন দমাতে সে শেখ হাসিনাকে ১১ কোটি টাকা দিয়েছিল। প্রশাসন তাকে গ্রেফতার করেনি, যার কারণে সে প্রকাশ্যে ছেলের বিয়ের অনুষ্ঠান করতে পারছে। প্রশাসন যদি তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করতো, তাহলে আমাদের এখানে আসতে হতো না।’

রাত প্রায় সাড়ে ১০টা থেকে শুরু হওয়া বিক্ষোভ দেড়টার দিকেও অব্যাহত ছিল। এর মধ্যেই পুলিশ সদস্যরা সেখানে উপস্থিত হন। কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল করিম সাংবাদিকদের বলেন, ‘আওয়ামী লীগের এক নেতার ছেলের বিয়ে হচ্ছে। ওই নেতার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা আছে। তিনি বিয়েতে উপস্থিত হয়েছেন শুনে কিছু ছাত্র-জনতা চিটাগং ক্লাবের সামনে বিক্ষোভ করছে। ঘটনাস্থলে আমরা অবস্থান করছি। শিক্ষার্থীদের শান্ত করার চেষ্টা চলছে। অনুষ্ঠানে কোনো আসামি উপস্থিত থাকলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

তবে আওয়ামী লীগ নেতা জাহেদুল হক অনুষ্ঠানস্থলে আছেন কি না, সেটা পুলিশ ও বিক্ষোভকারীদের কেউ নিশ্চিত করতে পারেননি। এদিকে তরুণ-যুবকদের তল্লাশির সময় কয়েকজন অতিথি গাড়ি থেকে নেমে প্রকাশ্য ক্ষোভ প্রকাশ করেন। কয়েকজন তাদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান।

সারাবাংলা/আরডি/পিটিএম

আওয়ামী লীগ নেতা গ্রেফতার দাবি ছেলের বিয়ের অনুষ্ঠান বিক্ষোভ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর