Saturday 05 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টেক্সাসে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ২৪

আন্তর্জাতিক ডেস্ক
৫ জুলাই ২০২৫ ০৯:১৮

ছবি: সংগৃহীত

টেক্সাসে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪ জনে। শুক্রবার (৪ জুলাই) রাতে এই তথ্য নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ। এখনও পর্যন্ত খ্রিস্টান সামার ক্যাম্প ‘ক্যাম্প মিস্টিক’-এর প্রায় দুই ডজন মেয়ে শিশু নিখোঁজ রয়েছে বলে জানানো হয়েছে।

বন্যার ঘটনাটি ঘটে গুয়াদালুপে নদীর পানি হঠাৎ প্রবল বর্ষণে প্লাবিত হয়ে তীর উপচে পড়ার পর। ভোরের দিকে এই আকস্মিক বৃষ্টিপাত বন্যার রূপ নেয় এবং তা আশপাশের এলাকায় চরম বিপর্যয় ডেকে আনে। ক্যাম্প মিস্টিক থেকে ২৩ থেকে ২৫ জন শিশুর কোনো খোঁজ পাওয়া যায়নি বলে জানিয়েছে টেক্সাস কর্তৃপক্ষ।

বন্যায় নিহত ২৪ জনের মধ্যে ক্যাম্পের কোনো শিশুর মৃত্যু হয়েছে কিনা, সে বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি।

বিজ্ঞাপন

টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট সান আন্তোনিও ও তার আশপাশের বেশ কয়েকটি কাউন্টিতে দুর্যোগ ঘোষণা করেছেন এবং ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য সব ধরনের সরকারি সহায়তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছেন।

তিনি বলেন, ‘আমরা কোনও কিছু বাদ রাখবো না। যেকোনো সম্পদ, লোকবল বা পরিকল্পনা, যা যা দরকার, সবকিছুই কাজে লাগানো হবে শেষ মানুষটিকে উদ্ধারের জন্য।’

বন্যা-আক্রান্ত এলাকায় উদ্ধারকাজ ও ত্রাণ কার্যক্রম জোরদার করা হয়েছে, তবে প্রবল স্রোত ও কিছু এলাকায় বিচ্ছিন্ন যোগাযোগ উদ্ধারকাজে বাধা সৃষ্টি করছে বলে জানিয়েছে জরুরি সেবা সংস্থাগুলো।

এই ঘটনার জেরে পুরো টেক্সাসজুড়ে সতর্কতা জারি করা হয়েছে এবং বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে প্রশাসন।

সারাবাংলা/এনজে

টেক্সাস বন্যা মৃত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর