Monday 21 Oct 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আর্জেন্টিনায় ব্যবসা সম্প্রসারণে বিশেষ উদ্যোগ


২৩ ডিসেম্বর ২০১৭ ১৬:১৮

সিনিয়র করেসপন্ডেন্ট

আর্জেন্টিনায় বাংলাদেশের ব্যবসা সম্প্রসারণে বিশেষ উদ্যোগ নেয়া হচ্ছে। দ্বিপাক্ষিক বাণিজ্য উন্নয়নে এফবিসিসিআই এবং আর্জেন্টিনার ব্যবসা সংগঠন আর্জেন্টিনা চেম্বার অব কমার্স এন্ড সার্ভিসে’র মধ্যে খুব শিগগিরই একটি ‘সমঝোতা স্মারক’ সই হবে।

এফবিসিসিআই প্রথম সহ-সভাপতি শেখ ফজলে ফাহিম আর্জেন্টিনার ব্যবসায়ি নেতৃবৃন্দের সাথে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণে বিশেষ এই উদ্যোগ নিয়েছেন বলে ব্যবসায়ীদের এই শীর্ষ সংগঠনের পক্ষে জানানো হয়েছে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শেখ ফাহিম আর্জেন্টিনা চেম্বার অব কমার্স এন্ড সার্ভিসেস-এর নেতৃবৃন্দের সাথে এ বিষয়ে আলোচনা করেন। এয়াড়াও এফবিসিসিআই প্রথম সহ-সভাপতি বাংলাদেশ এবং আর্জেন্টিনার ব্যবসায়ি নেতৃবৃন্দের বাণিজ্য সফর বিনিময়ের বিষয়েও আর্জেন্টিনার ব্যবসায়িদের সাথে আলোচনা করেন। আলোচনায় আর্জেন্টিনা চেম্বার অব কমার্স এন্ড সার্ভিসেস-এর বৈদেশিক বাণিজ্য বিভাগের প্রধান মি. আন্দ্রেস ত্রাভারসো, প্রধান অর্থনীতিবিদ মি. মাটিয়াস বলিস উইলসন এবং মিস. মারিয়া ফ্লোরেন্সিয়া ক্যাসটিলো উপস্থিত ছিলেন।

সারাবাংলা/ ইএইচটি/জেএ

বিজ্ঞাপন
সর্বশেষ

ফটোসাংবাদিক শোয়েব মিথুন আর নেই
২১ অক্টোবর ২০২৪ ২১:০৭

সম্পর্কিত খবর