Saturday 05 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পটুয়াখালীতে বৃষ্টিপাত অব্যাহত, কুয়াকাটা বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৫ জুলাই ২০২৫ ১২:৫২

পটুয়াখালীর বিভিন্ন স্থানে থেমে থেমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত হচ্ছে।

পটুয়াখালী: সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে পটুয়াখালীর বিভিন্ন স্থানে থেমে থেমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। গত তিনদিনের বৃষ্টিতে বিভিন্ন নিচু স্থানে পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ভোগান্তিতে রয়েছে নিম্ন আয়ের মানুষ। উপকূলীয় এলাকার আকাশ এখনো ঘন মেঘাচ্ছন্ন রয়েছে। এদিকে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর কিছুটা উত্তাল হয়ে উঠেছে।

পটুয়াখালী জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবা সুখি বলেন উপকূলীয় এলাকা ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। পায়রাসহ দেশের সকল সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

এ সময় সকল মাছ ধরার ট্রলার সমূহকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

বিজ্ঞাপন

এছাড়া পটুয়াখালী,বরিশাল, খুলনা, কুমিল্লা, নোয়াখালী, চট্রগ্রাম ও কক্সবাজার অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই এসব নদী বন্দর সমূহকে দুপুর ১ টা পর্যন্ত ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

সারাবাংলা/এসডব্লিউ

৩ নম্বর সতর্ক সংকেত কুয়াকাটা সমুদ্রসৈকত বৃষ্টিপাত অব্যাহত