Saturday 05 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হজ শেষে দেশে ফিরেছেন ৬৫ হাজার ৫৭৩ হাজি

স্টাফ করেসপন্ডেন্ট
৫ জুলাই ২০২৫ ১৩:৩১ | আপডেট: ৫ জুলাই ২০২৫ ১৩:৪৪

ছবি: সংগৃহীত

‎ঢাকা: সৌদি আরব থেকে হজ পালন শেষর এখন পর্যন্ত দেশে ফিরেছেন ৬৫ হাজার ৫৭৩ হাজি। ‎শনিবার (৫ জুলাই) ধর্ম মন্ত্রণালয়ের হজ অফিস থেকে এ তথ্য জানানো হয়।

‎হজযাত্রী পরিবহণে অংশ নিয়েছিল তিনটি বিমান সংস্থা-বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সৌদি এয়ারলাইন্স ও ফ্লাইনাস। এরমধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ফিরিয়ে এনেছে ৩০ হাজার ৪৪৩ জন হজযাত্রী, সৌদি এয়ারলাইন্স ২৬ হাজার ৩৫৪ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ৮ হাজার ৭৭৬ জন হাজিকে।

‎এখন পর্যন্ত মোট ১৮০টি ফিরতি হজ ফ্লাইট পরিচালিত হয়েছে। এরমধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালনা করেছে ৮৫টি, সৌদি এয়ারলাইন্স ৭২টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ২৩টি ফ্লাইট।

বিজ্ঞাপন

‎এদিকে চলতি বছর হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত ৪২ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে।‎ তাদের মধ্যে ৩১ জন পুরুষ ও ১১ জন নারী।

হজ অফিস জানিয়েছে, মৃত্যুর প্রধান কারণ ছিল বার্ধক্যজনিত সমস্যা ও অন্যান্য শারীরিক জটিলতা।

‎উল্লেখ্য, চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৮৭ হাজার ১৫৭ জন ধর্মপ্রাণ মুসল্লি হজ পালনের জন্য সৌদি আরবে গেছেন।

‎২৯ এপ্রিল হজযাত্রীদের নিয়ে প্রথম ফ্লাইটটি ঢাকা থেকে সৌদি আরবের উদ্দেশে ছেড়ে যায়। এরপর এক মাস ধরে হজ ফ্লাইটগুলো পর্যায়ক্রমে পরিচালিত হয়।এবারের হজ অনুষ্ঠিত হয় ৫ জুন। ‎ফিরতি হজ ফ্লাইট আগামী ১০ জুলাই পর্যন্ত চলবে।

সারাবাংলা/এনএল/ইআ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর