বান্দরবান: ধর্ম বিষয়ক উপদেষ্টা ডক্টর আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ‘যে যাই বলুক সরকার ঘোষিত যথা সময়েই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এটি নিয়ে সন্দেহের কোন অবকাশ নেই। সরকার নির্বাচন করতে প্রতিশ্রুতিবদ্ধ।’
শনিবার (৫ জুলাই) সকালে বান্দরবানের মেঘলা পর্যটন কমপ্লেক্স এলাকায় জেলা মডেল মসজিদের ভিত্তি ফলক উন্মোচন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
ধর্ম উপদেষ্টা আরও বলেন, ‘ইসলামিক সমাজের উন্নয়ন, নৈতিকতা ও মূল্যবোধ বিকাশে মসজিদগুলোর ভূমিকা অপরিসীম। সরকার প্রান্তিক জনগোষ্ঠীর সমাজ ব্যবস্থার উন্নয়নে নানামুখী পদক্ষেপ নিয়েছে।’
বান্দরবানের জেলা প্রশাসক শামীম আরা রিনির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুল আউয়াল হাওলাদার, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আব্দুস সালাম খান, প্রকল্প পরিচালক শহিদুল আলম, বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই, পুলিশ সুপার মো. শহীদুল্লাহ কাওছার প্রমুখ।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, বান্দরবান শহরের কাছে মেঘলা পর্যটন কমপ্লেক্স এলাকায় ৪৩ শতাংশ জায়গার উপর প্রায় ১৬ কোটি টাকা ব্যয়ে আন্তর্জাতিক মানের চারতলা ভবন বিশিষ্ট জেলা মডেল মসজিদটি নির্মাণ করছে গণপূর্তি বিভাগ।