Saturday 05 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পঞ্চগড়ে সীমান্ত দিয়ে ১৫ জনকে পুশইন করেছে বিএসএফ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৫ জুলাই ২০২৫ ১৪:১৭ | আপডেট: ৫ জুলাই ২০২৫ ১৪:২৬

পুশইন হওয়া বাংলাদেশিরা।

পঞ্চগড়: পঞ্চগড়ের সদর উপজেলায় খুনিয়া পাড়া ও অমরখানা সীমান্ত দিয়ে নারী পুরুষ শিশু সহ ১৫ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

শুক্রবার (৪ জুলাই) রাতে উপজেলার চাকলাহাট ইউনিয়ন ও অমরখানা ইউনিয়নের সীমান্ত দিয়ে তাদের পুশইন করা হয়। এর মধ্যে পাঁচজন জন পুরুষ, পাঁচজন মহিলা ও পাঁচজন শিশু।

পরে নীলফামারী ৫৬ বিজিবির শিং রোড ও অমরখানা বিওপির টহল দল তাদের আটক করে স্থানীয় ক্যাম্পে নিয়ে যায়। আটকদের পঞ্চগড় সদর থানায় জিডিমূলে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

বিজিবি জানায়, শুক্রবার রাতে পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের খুনিয়া পাড়া সীমান্তের মেইন পিলার ৭৬৪ এর ১৯ নম্বর সাব পিলার এলাকা দিয়ে তাদের বাংলাদেশে পুশইন করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের ৯৩ ব্যাটালিয়নের কৈলাশ বিএসএফ ক্যাম্পের সদস্যরা। পরে ইউনিয়নের খুনিয়া পাড়া এলাকায় বাংলাদেশের ১৫০ গজ অভ্যন্তরে বিজিবির শিংরোড বিওপি সদস্যরা তাদের আটক করে।

বিজ্ঞাপন

এছাড়া রাতে একই ব্যাটালিয়নের অমরখানা সীমান্তের মেইন পিলার ৭৪৩ এর ৩ সাব পিলার দিয়ে দুই নারী, এক পুরুষ ও দুই শিশুকে পুশইন করে বিএসএফের ৪৬ ব্যাটালিয়নের বালাচান ক্যাম্পের সদস্যরা। পরে অমরখানা বিওপি সদস্যরা বাংলাদেশের আড়াই কিলোমিটার অভ্যন্তরে বোর্ড বাজার এলাকায় তাদের আটক করে। পরে তাদের স্থানীয় ক্যাম্পে নিয়ে যায় বিজিবি সদস্যরা। আটককৃতদের সদর থানায় জিডিমূলে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
আটকদের বাংলাদেশের খুলনা, বাগেরহাট, যশোর ও নড়াইল জেলার বাসিন্দা বলে জানা গেছে।

পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লা হিল জামান বলেন, এরইমধ্যে বিজিবি সীমান্ত দিয়ে বাংলাদেশের অনুপ্রবেশ করা দশ জনকে জিডি মূলে আমাদের কাছে হস্তান্তর করেছে। আমরা আইনানুগ প্রক্রিয়া শেষে পরিবারের সদস্যদের সাথে যোগাযোগ করে তাদের হস্তান্তর করব। এর আগে তারা উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে থাকবে।

এছাড়া অমর খানা সীমান্ত দিয়ে আরও অনুপ্রবেশ করা পাঁচজনকে সদর থানায় নিয়ে আসা হচ্ছে।

নাম প্রকাশ অনিচ্ছুক এক বিজিবির কর্মকর্তা সীমান্ত দিয়ে ১৫ জন পুশইনের বিষয়টি নিশ্চিত করেছেন।

সারাবাংলা/এনজে

পঞ্চগড় সীমান্ত পুশইন বিএসএফ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর