Saturday 05 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কসবায় কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৫ জুলাই ২০২৫ ১৪:৪৫ | আপডেট: ৫ জুলাই ২০২৫ ১৫:২১

ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বাদৈর ইউনিয়ন শিক্ষকদের সংগঠন শিক্ষক পরিবারকর্তৃক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ, প্রয়াত শিক্ষকদের মরণোত্তর সম্মাননা, শিক্ষকদের অবসরজনিত বিদায় সংবর্ধনা এবং কার্যনির্বাহী কমিটির অভিষেক জাঁকজমকপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়েছে।

শবিবার (৫ জুলাই) সকালে কালসার নাঈমা আলম কলেজ মিলনায়তনে শিক্ষক পরিবার সংগঠনের নব নির্বাচিত সভাপতি অধ্যক্ষ মো. বাছির আহম্মেদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর (মেজর) ইয়াকুব আলী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠ   নের উপদেষ্টা ও কসবা টি আলী কলেজের অধ্যক্ষ মো. আবুল কালাম আজাদ, শিক্ষক পরিবারে সাধারণ সম্পাদক সিনিয়র শিক্ষক মো. গিয়াসউদ্দিন মৃধা, সংগঠনের উপদেষ্টা ও ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজের অধ্যাপক মো. বাদরুল আলম, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সহকারী অধ্যাপক মো: শামসুল হক বাবুল।

বিজ্ঞাপন

এ ছাড়াও বক্তব্য দেন অভিভাবক মো. কবির আহম্মেদ, বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থী আজিজা কবির, সংগঠনের সহ-সভাপতি অধ্যাপক ফুরকান আহমেদ, সাংগঠনিক সম্পাদক ও সিনিয়র শিক্ষক মো. আল আমিন, সংগঠনের সাধারণ সম্পাদক ও সিনিয়র শিক্ষক মো. গিয়াসউদ্দিন মৃধা, প্রধান শিক্ষক মো. মজিবুর রহমান, প্রধান শিক্ষক (অব:) আবু জাহের প্রমুখ।

এদিকে সহকারী প্রধান শিক্ষক শারমিন সুলতানার সঞ্চালনায় অবসর প্রাপ্ত শিক্ষকদের বিদায় উপলক্ষে সংবর্ধনা প্রদান, কার্যনির্বাহী কমিটির অভিষেক জাঁকজমকপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়েছে।

কুমিল্লা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর (মেজর) ইয়াকুব আলী বলেন, শিক্ষক সংগঠন নিজস্ব অর্থায়নে শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করে দৃষ্টান্ত স্থাপন করছে। এই ধারা অব্যাহত রেখে সংগঠনটি এগিয়ে নিয়ে যাওয়ার পরামর্শ দেন তিনি।

সভাপতি অধ্যক্ষ মো. বাছির আহম্মেদ উপস্থিত শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সুধীদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।

সারাবাংলা/ইআ

কসবা পুরস্কার বিতরণ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর