Saturday 05 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কর্মশালার সমাপনী অনুষ্ঠানে বক্তারা
‘প্রশিক্ষণ শুধু পেশাগত জ্ঞান নয়, দায়িত্ববোধও বাড়ায়’

সিনিয়র করেসপন্ডেন্ট
৫ জুলাই ২০২৫ ১৪:৫৩ | আপডেট: ৫ জুলাই ২০২৫ ১৬:১৬

সমাপনী বক্তব্য দিচ্ছেন সিএমজেএফ সভাপতি এস এম গোলাম সামদানী ভূঁইয়া।

ঢাকা: বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) আয়োজিত দুই দিনব্যাপী এক আবাসিক প্রশিক্ষণ কর্মশালায় বক্তারা পুঁজিবাজারের উন্নয়নে সাংবাদিকদের ভূমিকার ভূয়সী প্রশংসা করেছেন। বক্তারা বলেন, সাংবাদিকদের জন্য প্রশিক্ষণ শুধু পেশাগত জ্ঞানই বৃদ্ধি করে না, বরং তাদের দায়িত্ববোধও বাড়ায়।

শনিবার (৫ জুলাই) দুপুরে আশুলিয়ার ব্র্যাক সিডিএম-এ আয়োজিত এই কর্মশালায় বক্তারা তথ্যনির্ভর ও নৈতিক সাংবাদিকতা চর্চার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

পুঁজিবাজারে দায়িত্বশীল ও তথ্যভিত্তিক সাংবাদিকতা বিকাশে ‘ওয়ার্কশপ অন ক্যাপিটাল মার্কেট’ শীর্ষক এই কর্মশালায় অংশ নেন পুঁজিবাজার নিয়ে কাজ করা সাংবাদিকদের সংগঠন ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরামের (সিএমজেএফ) সদস্যরা।

বিজ্ঞাপন

সমাপনী অনুষ্ঠানে বক্তারা পুঁজিবাজার উন্নয়নে সাংবাদিকদের ভূমিকার প্রশংসা করেন এবং তথ্যনির্ভর ও নৈতিক সাংবাদিকতা চর্চার ওপর গুরুত্ব দেন। তারা আরও বলেন, প্রশিক্ষণ শুধু পেশাগত জ্ঞান নয়, দায়িত্ববোধও বাড়াবে।

ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরামের (সিএমজেএফ) সভাপতি এস এম গোলাম সামদানী ভূঁইয়া বলেন, প্রশিক্ষণ কর্মশালার মাধ্যমে বিএসইসির সঙ্গে সিএমজেএফের নতুন পথচলার শুরু।

আগামীতে আরও বেশি কর্মশালার আয়োজনের জন্য বিএসইসির সাহায্য আশা প্রকাশ করছি। সফলভাবে প্রশিক্ষণ কর্মশালা শেষ করার সদস্যদের প্রতি ধন্যবাদ জানান সিএমজেএফ সভাপতি।

বক্তারা বলেন, পুঁজিবাজারে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সাংবাদিকদের কাজ গুরুত্বপূর্ণ। বিএসইসি ভবিষ্যতেও এই ধরনের প্রশিক্ষণ আয়োজন অব্যাহত রাখবে, যাতে গণমাধ্যম প্রতিনিধিরা আরও দক্ষতার সঙ্গে বাজার পর্যবেক্ষণ ও বিশ্লেষণমূলক প্রতিবেদন উপস্থাপন করতে পারেন।

তারা বলেন, সাংবাদিকদের পেশাগত মানোন্নয়নে এই আয়োজন প্রশংসনীয়। আমরা আশা করি, বিএসইসি এ ধরনের কর্মসূচিকে ধারাবাহিকতা দেবে।

কর্মশালার বিভিন্ন অধিবেশনে বিএসইসির কমিশনার, পরিচালক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা পুঁজিবাজারের নীতিমালা, তদারকি প্রক্রিয়া, তদন্ত কাঠামো ও আইন প্রয়োগের বিষয়ে সাংবাদিকদের অবহিত করেন।

সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএসইসির নির্বাহী পরিচালক এম হাসান মাহমুদ, মীর মোশাররফ হোসেন, পরিচালক আবুল কালাম, সিএমজেএফ সভাপতি এস এম গোলাম সামদানী ভূঁইয়া ও সাধারণ সম্পাদক আবু আলী।

অনুষ্ঠানের শেষাংশে অংশগ্রহণকারীদের মাঝে সনদ বিতরণ করা হয়।

সারাবাংলা/একে/ইআ

ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরাম বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর