Saturday 05 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘কাউকে নির্বাচিত করা সরকারি কর্মকর্তাদের কাজ না’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৫ জুলাই ২০২৫ ১৬:৫৫ | আপডেট: ৫ জুলাই ২০২৫ ১৬:৫৮

জামালপুরে মতবিনিময় সভায় জ্বালানী উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

জামালপুর: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, ‘কাউকে নির্বাচিত করা সরকারি কর্মকর্তাদের কাজ না। মানুষ যাকে ভোটে নির্বাচিত করবেন তার সঙ্গেই কাজ করবেন সরকারি কর্মকর্তারা।’

শনিবার (৫ জুলাই) জামালপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সরকারি কর্মকর্তা ও অংশীজনের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘অন্তর্বতীকালীন সরকার স্মরণকালের সবচেয়ে ভালো নির্বাচন করতে চায়। যেই নির্বাচনে ভোটাররা শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারবেন। যেখানে কোনো সহিংসতা থাকবে না, প্রার্থীদের পোলিং এজেন্টরা থাকতে পারবেন এবং উন্মুক্তভাবে ভোট গণনার সুযোগ থাকবে।’

বিজ্ঞাপন

জেলা প্রশাসক হাছিনা বেগমের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক এডভোকেট ওয়ারেছ আলী মামুনসহ অন্যান্য সরকারি কর্মকর্তারা।

সারাবাংলা/এসডব্লিউ

উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান

বিজ্ঞাপন

সন্তান নিতে চান জয়া আহসান
৫ জুলাই ২০২৫ ২০:১৪

আরো

সম্পর্কিত খবর