ঢাকা: ‘আওয়ামী লীগের দমন-পীড়ন ছিল এজিদ বাহিনীর মতো’— এমনটিই মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার (৫ জুলাই) পবিত্র আশুরা উপলক্ষে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।
তারেক রহমান বলেন, ‘‘ভাঁওতাবাজীর নির্বাচন, মানুষের ভোটাধিকার হরণ, গুম, বিচার বহির্ভূত হত্যা, সন্ত্রাস, হানাহানি ও দেশের টাকা বিদেশে পাচারসহ এক অবর্ণনীয় শোষণ ও জুলুমের রাজত্ব কায়েম করেছিল আওয়ামী। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় ফরমায়েশি রায়ে সাজা দিয়ে কারারুদ্ধ রাখা এবং তাকে সুচিকিৎসা বঞ্চিত করে মৃত্যুর মুখোমুখি দাঁড় করানো হয়েছিল। দেশ ছেড়ে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের দমন-পীড়ন ছিল এজিদ বাহিনীর মতো।’’
তিনি বলেন, ‘‘ইমাম হোসেন (রা.) ও তার ঘনিষ্ঠজনদের আত্মদানের চেতনায় দেশে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আমাদেরকে নিরন্তর সংগ্রাম চালিয়ে যেতে হবে। ইমাম বাহিনীর যুদ্ধ আমাদেরকে সব সময় প্রতিরোধের প্রেরণায় উদ্বুদ্ধ করবে।’’
তারেক রহমান বলেন, ‘‘ইমাম হোসেন (রা.) এর শাহাদাত অন্যায়, অত্যাচার ও নিপীড়নের বিরুদ্ধে এক নজীরবিহীন আদর্শিক সংগ্রামের উদাহরণ। ক্ষমতার প্রতি নিবিড় নিবিষ্ট মোহে আচ্ছন্ন হয়ে যারা ইনসাফ ও মানবতাকে ভুলুন্ঠিত করেছিল, তাদের বিরুদ্ধে যুদ্ধ করে ইমাম বাহিনী জীবন উৎসর্গ করেছিল। কারবালার যুদ্ধ নিপীড়িত মজলুম মানুষকে উদ্দীপ্ত করে আসছে।’’