Saturday 05 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যশোরে সাড়ে ৪ কোটি টাকার সোনাসহ ২ পাচারকারী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৫ জুলাই ২০২৫ ১৭:২৬ | আপডেট: ৫ জুলাই ২০২৫ ১৭:৪৩

যশোর: যশোরে সাড়ে ৪ কোটি টাকা সোনাসহ দুই পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (৫ জুলাই) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় যশোর ৪৯ বিজিবি। এর আগে মুরাদগড় বাজার এলাকা থেকে ৩ কেজি ৯৫ গ্রাম ওজনের ২৩টি সোনারবারসহ তাদের আটক করা হয়।

আটকরা হলেন- যশোরের শার্শা উপজেলার আব্দুল বারীর ছেলে শরিফুল ইসলাম (৩০) ও চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার আব্দুল মালেরকের ছেলে মেহেদী হাসান (২৫)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানায়, ঢাকার সদরঘাট এলাকার চোরাকারবারীদের কাছ থেকে সোনা সংগ্রহ করে মহেশপুর হয়ে ভারতে পাচার করতে সোনারবারগুলো নিয়ে যাচ্ছিল তারা।

যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জব্দকৃত সোনার বারগুলোর আনুমানিক দাম চার কোটি ৫৬ লাখ, ৭২ হাজার ৯১৫ টাকা। এ সময় তাদের কাছ থেকে তিনটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে। আটকদের যশোর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসআর

পাচারকারী আটক যশোর সোনা সোনাবার