Saturday 05 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টাঙ্গাইল জেলা আওয়ামী মৎস্যজীবি লীগ নেতার পদত্যাগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৫ জুলাই ২০২৫ ১৭:৪৪

টাঙ্গাইল জেলা আওয়ামী মৎস্যজীবি লীগ নেতা মোস্তফা বেপারী ওরফে ভান্ডারী।

টাঙ্গাইল: শেখ হাসিনাকে মানবতাবিরোধী আখ্যা দিয়ে এবং বাংলাদেশ আওয়ামী লীগের আদর্শ থেকে বিচ্যুত হয়ে দেশব্যাপী গণহত্যা, গুম, খুন, দুর্নীতি, চাঁদাবাজি, টেন্ডারবাজি ও ভূমি দখল এবং মাদক ব্যবসা, মানবাধিকার লঙ্ঘন ও ও শীর্ষ নেতাদের নৈতিক স্খলনের অভিযোগ এনে পদত্যাগ করেছেন জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সহ-সভাপতি ও টাঙ্গাইল শহর শাখার আহ্বায়ক মোস্তফা বেপারী ওরফে ভান্ডারী।

শুক্রবার (৫ জুলাই) বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ কেন্দ্রীয় কমিটির কাছে লিখিত পদত্যাগ পত্র পাঠিয়ে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়ে দেন তিনি।

লিখিত পদত্যাগ পত্রে তিনি উল্লেখ করেন, দলীয় সভানেত্রী শেখ হাসিনা দলের কর্মীদের অসহায় করে দেশ থেকে পলায়নসহ নানা কারণে সংগঠনের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে স্বেচ্ছায় আজীবনের জন্য পদত্যাগ করছেন তিনি।

বিজ্ঞাপন

এই পদত্যাগ পত্র গ্রহণের পাশাপাশি সংগঠনের সকল কার্যক্রম থেকে অব্যাহতি দানের অনুরোধ করেন। রাতে পদত্যাগের ঘটনা প্রকাশিত হলে আওয়ামী মৎস্যজীবী নেতাকর্মীদের মাঝে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

এ ব্যাপারে মুঠোফোনে মোস্তফা ব্যাপারীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘স্থানীয় কাউন্সিল নির্বাচনের কারণে টাঙ্গাইল সদরের এমপি সানোয়ার হোসেনের হাত ধরে আওয়ামী লীগে যোগদান করে ছিলাম। কারো কোনো ভয়ভীতি বা চাপের কারণে নয় সজ্ঞানে স্বেচ্ছায় আমি ত্যাগ করেছি।’

সারাবাংলা/এসডব্লিউ

টাঙ্গাইল জেলা আওয়ামী মৎস্যজীবি লীগ নেতার পদত্যাগ