Saturday 05 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মালয়েশিয়া থেকে ফেরত পাঠানো ৩ সন্দেহভাজন জঙ্গি কারাগারে

স্টাফ করেসপন্ডেন্ট
৫ জুলাই ২০২৫ ১৭:৫০ | আপডেট: ৫ জুলাই ২০২৫ ১৭:৫৬

ঢাকা: মালয়েশিয়ায় জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে গ্রেফতার তিনজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। ঢাকার মহানগর হাকিম এম মিজবাহ উর রহমানের আদালত এ আদেশ দেন।

শনিবার (৫ জুলাই) বিষয়টি নিশ্চিত করেন বিমানবন্দর থানার প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক বখতিয়ার।

তিনি বলেন, ‘শুক্রবার (৪ জুলাই) ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় আসামিদের গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করা হয়। পরে কারাগারে রাখার আবেদন করলে তা মঞ্জুর করেন বিচারক।’

গত ২৭ জুন জঙ্গি আন্দোলনের সঙ্গে সরাসরি জড়িত থাকার অভিযোগে মালয়েশিয়ায় ৩৬ বাংলাদেশিকে গ্রেফতারের তথ্য দেন মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসুতিওন ইসমাইল।

বিজ্ঞাপন

আরও পড়ুন-জঙ্গি সংশ্লিষ্টতা তদন্তে মালয়েশিয়াকে সহযোগিতা করবে বাংলাদেশ

এক সংবাদ সম্মেলনে দেশটির পুলিশ প্রধান খালিদ ইসমাইল জানান, জঙ্গি-সংশ্লিষ্টতার অভিযোগে ৩৬ বাংলাদেশিকে আটক করা হয়েছে। এর মধ্যে তিনজনকে বাংলাদেশে পাঠানো হয়। তারা সিরিয়া ও বাংলাদেশে ইসলামিক স্টেটস বা আইএসের সঙ্গে সংশ্লিষ্ট গ্রুপগুলোকে অর্থ পাঠাতেন।

এ ছাড়া আরও ১৫ জনকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে। বাকি ১৬ জন এখনো পুলিশি হেফাজতে রয়েছেন বলেও জানান দেশটির পুলিশ প্রধান।

মালয়েশিয়া পুলিশের গোয়েন্দা তথ্যমতে, আটক বাংলাদেশিরা আন্তর্জাতিক মানি ট্রান্সফার সার্ভিস ও ই-ওয়ালেটে ব্যবহারের মাধ্যমে অর্থ পাঠাতেন। এই নেটওয়ার্কটি সিরিয়া ও বাংলাদেশে আইএসের সেলগুলোকে নিয়মিতভাবে সহায়তা করতো।

সারাবাংলা/আরএম/এইচআই

মালয়েশিয়া সন্দেহভাজন জঙ্গি