Sunday 06 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাবেক সিইসি শামসুল হুদার মৃত্যুতে ইসির শোক

স্টাফ করেসপন্ডেন্ট
৫ জুলাই ২০২৫ ১৮:২৭ | আপডেট: ৫ জুলাই ২০২৫ ১৮:৩০

বাংলাদেশ নির্বাচন কমিশন। ফাইল ছবি

ঢাকা: ‎সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ড. এ টি এম শামসুল হুদার মৃত্যুতে শোক জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

‎শনিবার (৫ জুলাই) ইসি ও ইসি সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের পক্ষে জনসংযোগ কর্মকর্তা আশাদুল হকের সই করা এক বার্তায় এ তথ্য জানানো হয়।

‎শামসুল হুদার মৃত্যুতে গভীর শোক এবং তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বার্তায় বলা হয়, শামসুল হুদা ২০০৭ সালের ৫ ফেব্রুয়ারি থেকে ২০১২ সালের ৫ ফেব্রুয়ারি পর্যন্ত প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।

‎তিনি ১৯৪২ সালে নরসিংদী জেলার শিবপুর উপজেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। স্বাধীনতার পর পাকিস্তান সিভিল সার্ভিস (সিএসপি) থেকে বাংলাদেশ সিভিল সার্ভিসে (বিসিএস) যোগ দেন। কর্মজীবনে তিনি জেলা প্রশাসক, পানি সম্পদ মন্ত্রণালয় ও অন্যান্য মন্ত্রণালয়ের সচিব এবং বাংলাদেশ কৃষি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের মতো গুরুত্বপূর্ণ পদে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেন।

‎এ কমিশনই ছবিযুক্ত ভোটার তালিকা, পরবর্তী জাতীয় পরিচয়পত্র প্রকল্প হাতে নেয়। ইসির নিজস্ব কোনো ভবন ছিল না, ছিল না মাঠ পর্যায়ের কার্যালয়। শামসুল হুদা কমিশনই আগারগাঁওয়ের নির্বাচন ভবন ও মাঠ পর্যায়ে কার্যালয়ের ব্যবস্থা করেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এনএল/ইআ

ইসির শোক এটিএম শামসুল হুদা