পাবনা: পাবনা জেলা যুবদলের নবগঠিত আহ্বায়ক কমিটির গঠন নিয়ে পক্ষে-বিপক্ষে পালটাপালটি মিছিল-সমাবেশ হয়েছে। এ সময় উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
শনিবার (৫ জুলাই) দুপুরে শহরের বাংলাদেশ ঈদগাহ মাঠ এলাকা থেকে পাবনা জেলা যুবদলের নবগঠিত কমিটির আহ্বায়ক হিমেল রানাকে স্বাগত জানিয়ে শুভেচ্ছা মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা বিএনটি কার্যালয়ের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়।
অপরদিকে, নতুন কমিটি বাতিলের দাবিতে একই সময় শহরের মহিষের ডিপু এলাকা থেকে মিছিল বের করে পদবঞ্চিত যুবদলের নেতা-কর্মীরা। মিছিলটি শহরের প্রধান সড়ক ঘুরে জেলা পরিষদের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়। এর আগে শহরের পুরাতন টেকনিক্যালের সামনে মিছিল দুটি গেলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তাৎক্ষণিক পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পদবঞ্চিতদের অভিযোগ, তিন বছর ধরে দুই সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি দিয়ে জেলা যুবদল পরিচালিত হয়েছে। এখন সম্মেলনে কমিটি না করে ফের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করা হয়। সেই কমিটিতে ত্যাগীদের বাদ দেওয়া হয়েছে। দ্রুত তারা নবগঠিত কমিটি বাতিলের দাবি জানান। তা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।
জেলা যুবদলের আহ্বায়ক ইলিয়াস আহমেদ হিমেল রানা বলেন, ‘ত্যাগী নেতাকর্মী দিয়েই কমিটি করা হয়েছে। একটি মহল যুবদলের কমিটি বাতিলের জন্য ষড়যন্ত্র করছে ‘
পাবনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস সালাম বলেন, ‘সকাল থেকেই শহরে দুই গ্রুপের পালটাপালটি কর্মসূচির জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল। পুলিশেল তৎপরতায় বড় ধরনের পরিস্থিতি তৈরি হয়নি।’
প্রসঙ্গত, গত জুন মাসের ২৬ তারিখে ইলিয়াস আহমেদ হিমেল রানাকে আহ্বায়ক ও মনির হোসেনকে সদস্য সচিব করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি করা হয়।