পাবনা: পাবনায় যথাযোগ্য মর্যাদায় শ্রী শ্রী জগন্নাথ দেবের উলটো রথযাত্রা উৎসব পালিত হয়েছে।
শনিবার (৫ জুলাই) বিকেল ৬টায় শ্রী শ্রী জয় কালিবাড়ি মন্দির থেকে শত শত মহিলা-পুরুষ ও শিশু ভক্তদের সমন্বয়ে বিশাল উলটো রথ যাত্রা বের করা হয়।
এর আগে অতিথিরা ফিতা কেটে উলটো রথযাত্রার উদ্ধোধন করে ও সংক্ষিপ্ত বক্তব্য দেন অতিথিরা। রথযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে করে পুলিশ লাইন্স হয়ে পুনরায় একই স্থানে এসে শেষে হয়।
এই উলটো রথযাত্রার মধ্যে দিয়ে নয়দিন ব্যাপী জগন্নাথ দেবের রথযাত্রার সমাপ্তি ঘটে।
ভক্তরা চোখের জলে ভগবান জগন্নাথ দেব, বলরাম, শুভদ্রাকে বিদায় দেয় আগামী বছর আবারো কাছে পাওয়ার আশায়।