Saturday 05 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৪৫ মিনিটে তুর্কিমেনিস্তানের জালে বাংলাদেশের ৭ গোল

স্পোর্টস ডেস্ক
৫ জুলাই ২০২৫ ১৯:২৪ | আপডেট: ৫ জুলাই ২০২৫ ১৯:৩৩

তুরকিমেনিস্তানকে গোলবন্যায় ভাসিয়ে দিচ্ছে বাংলাদেশ

মিয়ানমারকে হারিয়ে এশিয়ান কাপের মূল পর্বে খেলা নিশ্চিত হয়েছিল আগের ম্যাচেই। বাছাইপর্বের শেষ ম্যাচে তুর্কিমেনিস্তানের বিপক্ষে তাই নির্ভার হয়েই খেলতে নেমেছিলেন বাংলাদেশের মেয়েরা। এই ম্যাচে প্রতিপক্ষকে নিয়ে রীতিমত ছেলেখেলা করছেন ঋতুপর্ণা-শামসুন্নাহাররা। প্রথমার্ধেই তুর্কিমেনিস্তানের জালে ৭ গোল দিয়েছে বাংলাদেশ!

গ্রুপ সি এর শেষ ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ ও তুর্কিমেনিস্তান। ম্যাচের মাত্র ৩ মিনিটের মাথায় বাংলাদেশকে এগিয়ে দেন স্বপ্না। সেই শুরু। এরপর হাফ টাইমের আগে আরও ৬ বার প্রতিপক্ষের জালে বল জড়িয়েছে বাংলাদেশ।

৬ ও ১৩ মিনিটে জোড়া গোল আসে শামসুন্নাহারের পা থেকে। ১৬ মিনিটে চতুর্থ গোল করেন মনিকা চাকমা।

বিজ্ঞাপন

১৭ ও ৪০ মিনিটে জোড়া গোল পান আগের ম্যাচের নায়ক ঋতুপর্ণা। ২০ মিনিটে আরেকটি গোল পেয়েছিলেন তহুরা। ৭-০ গোলের বিশাল ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় বাংলাদেশ দল।

সারাবাংলা/এফএম

নারী এশিয়ান কাপ বাছাইপর্ব বাংলাদেশ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর