চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে উলটো রথ টানার মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব জগন্নাথ দেবের রথযাত্রা সম্পন্ন হয়েছে। মূল রথযাত্রার মতো উলটো রথযাত্রায়ও বন্দরনগরীতে বিপুল সংখ্যক মানুষের ঢল নামে।
শনিবার (৫ জুলাই) বিকেলে নগরীর তুলসীধাম মন্দিরের কেন্দ্রীয় রথযাত্রা উদযাপন কমিটি, নন্দনকানন শ্রী শ্রী রাধামাধব মন্দির এবং প্রবর্তকের শ্রীকৃষ্ণ ইসকন মন্দিরের উদ্যোগে আলাদাভাবে উলটো রথযাত্রার শোভাযাত্রা বের হয়।
ফিরতি রথযাত্রায়ও ঘোড়ার বহর, পালকিসহ বিভিন্ন পৌরাণিক সাজ-সজ্জা নিয়ে অংশ নেয় হাজার-হাজার মানুষ। এ সময় বাদ্যবাজনা বাজিয়ে লোকজন উচ্ছ্বাস প্রকাশ করেন। হাজার-হাজার মানুষ সড়কের দুইপাশে দাঁড়িয়ে রথযাত্রার রশি টেনে একাত্মতা প্রকাশ করেন। নারীরা উলুধ্বনি ও মঙ্গলশাঁখ বাজিয়ে ‘রথে আরোহণ করা’ শ্রীজগন্নাথ-সুভদ্রা ও বলভদ্র দেবকে বিদায় জানান।

নারীরা উলুধ্বনি ও মঙ্গলশাঁখ বাজিয়ে ‘রথে আরোহণ করা’ শ্রীজগন্নাথ-সুভদ্রা ও বলভদ্র দেবকে বিদায় জানান। ছবি: সারাবাংলা
এদিকে উলটো রথযাত্রার দিনে নগরীর তুলসীধাম মন্দিরে জগন্নাথ-সুভদ্রা-বলভদ্রের পূজার্চনা, ভোগ নিবেদন, আরতি, নামকীর্তন ও ধর্ম মহাসম্মেলন অনুষ্ঠিত হয়।
তুলসীধামের মোহন্ত দেবদীপ মিত্র চৌধুরী পুরী’র পৌরহিত্যে এতে ধর্মালোচনায় অংশ নেন তুলসীধাম পরিচালনা পরিষদের সম্পাদক স্থপতি প্রণত মিত্র চৌধুরী, কেন্দ্রীয় রথযাত্রা উদযাপন কমিটির রূপন ধর, চন্দন পাল, সজল ধর, আশীষ মিত্র, শিবু প্রসাদ ধর, রনি সাহা, উত্তম দাশ, রাখাল দাশ, আশীষ সাহা, সুলাল ধর, পলাশ ধর, বাঁশীরাম দে, প্রদীপ কুমার ধর, সৃজন দে, রতন কুমার দেবনাথ, চন্দন দে, মিলন কান্তি দাশ, প্রবীর দাশ, পলাশ দাশগুপ্ত।

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব জগন্নাথ দেবের রথযাত্রা। ছবি: সারাবাংলা
আলোচনায় বক্তারা বলেন, ‘উলটো রথযাত্রায় মন্দিরের রত্নবেদী থেকে ভক্ত দর্শনে ভগবান আবারো নেমে আসেন জনপথে। জনতা জনার্দনের রথের রশি টেনে নিয়ে যায় পুণ্য লাভের আশায়। এর মাধ্যমে সৃষ্টি হয় সৌভ্রাতৃত্বের বন্ধন।’