Saturday 05 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে তরুণের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৫ জুলাই ২০২৫ ১৯:৫০ | আপডেট: ৫ জুলাই ২০২৫ ১৯:৫৪

মৃত তরুণ মো. নাঈম।

নোয়াখালী: জেলার কোম্পানীগঞ্জ উপজেলার চরপাবতী ইউনিয়নে বিদ্যুৎস্পৃষ্টে মো. নাঈম (২২) নামে এক তরুণের মৃত্যু হয়েছে।

শনিবার (৫ জুলাই) বিকেলের দিকে উপজেলার বলির বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত মো. নাঈম উপজেলার চরপার্বতী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বলির বাড়ির আইয়ুব আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকালের দিকে নাঈম নিজেদের নির্মাণাধীন ভবনের ছাদে যায়। ওই সময় সেখানে ভবনের ছাদে থাকা বিদ্যুতের তারে ভুলবশত জড়িয়ে পড়ে। এতে নাঈম গুরুতর আহত হয়। পরে সেখানেই তার মৃত্যু হয়। তাৎক্ষণিক পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

বিজ্ঞাপন

কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, ‘বিষয়টি আমাদের জানানো হয়নি। তবে এ বিষয়ে খোঁজ খবর নেওয়া হবে।’

সারাবাংলা/এসডব্লিউ

বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর