Saturday 05 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চব্বিশের শাহাদত মঞ্চের ওপর দাঁড়িয়ে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে: মামুনুল হক

স্টাফ করেসপন্ডেন্ট
৫ জুলাই ২০২৫ ২০:০৮

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।

ঢাকা: চব্বিশের শাহাদত মঞ্চের ওপর দাঁড়িয়ে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।

শুক্রবার (৫ জুলাই) গুলশানে জামিয়া মাদানিয়া বারিধারা মাদরাসা মিলনায়তনে আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর এ আলোচনা সভার আয়োজন করে।

তিনি বলেন, ‘চব্বিশের শাহাদত মঞ্চের ওপর দাঁড়িয়ে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে। আমরা শুরু থেকে তাদের সহযোগিতা করেছি। তাদের রক্ষার চেষ্টা করেছে হেফাজত ইসলাম।’

খেলাফত মজলিসের আমির বলেন, ‘নারী সংস্কারের নামে দেশের দীর্ঘদিনের সংস্কৃতি ধ্বংসের যে নীলনকশা তৈরি হয়েছে তার বিরোধিতা আমরা করেছি। বাংলার মাটিতে ইসলামবিরোধী কোনো কার্যকলাপ বরদাশত করা হবে না। মানবাধিকার কমিশনের নামে কোনো অপতৎপরতাকে বরদাশত করা হবে না।’

বিজ্ঞাপন

ইসলামকে টিকিয়ে রাখার জন‍্য প্রয়োজনে আবার শাপলা চত্বরে যাওয়ার হুঁশিয়ারি দেন মামুনুল হক।

সারাবাংলা/এফএন/এইচআই

জুলাই বিপ্লবের এক বছর বাংলাদেশ খেলাফত মজলিস মামুনুল হক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর