Saturday 05 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্বাস্থ্যখাতে ফ্যাসিস্ট আমলের সুবিধাভোগীরা এখনো বহাল: ডা. রফিক

স্পেশাল করেসপডেন্
৫ জুলাই ২০২৫ ২১:১৭

কামরাঙ্গীরচর থানা যুবদলের আহ্বায়ক মো. হুমায়ুন কবিরের ছোট ভাই মো. সেন্টুকে দেখতে গিয়েছিলেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম।

ঢাকা: স্বাস্থ্যখাতে ‘ফ্যাসিস্ট’ আমলের সুভিধাভোগীরা এখনো বহাল আছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম।

শনিবার (৫ জুলাই) জাতীয় বক্ষব্যাধি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ফুসফুসের জটিল রোগে আক্রান্ত কামরাঙ্গীরচর থানা যুবদলের আহ্বায়ক মো. হুমায়ুন কবিরের ছোট ভাই মো. সেন্টুকে দেখতে গিয়ে তিনি এসব কথা বলেন।

ডা. রফিক বলেন, ‘জুলাই অভ্যুত্থানের প্রায় এক বছর হতে চললেও বিগত ফ্যাসিস্ট আমলে যারা সর্বোচ্চ সুযোগ-সুবিধা নিয়েছেন, পতিত স্বৈরশাসকের দোসর হিসেবে কাজ করেছেন, জুলাই আন্দোলনে আহতদের চিকিৎসা করতে দেননি এবং জাতীয়তাবাদী চিকিৎসকদের নানাভাবে নিপীড়ন করেছেন, তারা আজও এই বৈষম্যহীন বাংলাদেশের গুরুত্বপূর্ণ স্বাস্থ্যপদগুলোতে বহাল তবিয়তে আসীন।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘জাতীয়তাবাদী চিকিৎসকরা এখনো তাদের কাঙ্ক্ষিত পদায়ন কিংবা পদোন্নতি পাচ্ছেন না বরং হয়রানির স্বীকার হচ্ছেন। এইসব ফ্যাসিবাদের দোসরদের অবিলম্বে অপসারণ করতে হবে। আমি সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি, এই সকল দোসরদের দ্রুত অপসারণের ব্যবস্থা গ্রহণ এবং বঞ্চিতদের যথাযথ মূল্যায়নের ব্যবস্থা নিন।’

এ সময় উপস্থিত ছিলেন ড্যাব নেতা ডা. মো. জিয়াউল করিম, ডা. গোলাম সরোয়ার লিয়াকত হোসেন বিদ্যুৎ, আশরাফুল আলম খান, ডা. জাকারিয়া মাহমুদ, ডা. জাহাঙ্গীর হোসেন, ডা. সায়েম ফায়েজি, ডা. রইস উদ্দিনস, ডা. সৈয়দা নুরে জান্নাত প্রমুখ।

সারাবাংলা/এজেড/এইচআই

জুলাই যোদ্ধা ডা. রফিকুল ইসলাম বিএনপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর