Saturday 05 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইবিতে ছাত্রদলের ২ নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ, ‘মাফ চেয়ে’ সমাধান

ইবি করেসপন্ডেন্ট
৫ জুলাই ২০২৫ ২২:০৭

অভিযুক্ত দুই ছাত্রদল নেতা। ছবি: সংগৃহীত

কুষ্টিয়া: ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দুই নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ তুলেছেন এক দোকানদার। তবে অভিযোগ দায়েরের কয়েক ঘণ্টার মধ্যেই তিনি তা প্রত্যাহার করে নিয়েছেন।

জানা গেছে, শনিবার (৫ জুলাই) দুপুর ১টার দিকে অনুষদভবন সংলগ্ন দোকানের মালিক আব্দুল আহাদকে চাঁদা দাবি করেন দুই ছাত্রদল নেতা। পরে বিকেল ৪টায় আহাদ বিশ্ববিদ্যালয় প্রক্টরের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। কিন্তু বিকেল ৬টায় তিনি অভিযোগ তুলে নেন।

অভিযুক্তরা হলেন— বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ২০১১-১২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী উল্লাস মাহমুদ। তিনি ঝিনাইদহ জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক। অপরজন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য এবং ম্যানেজমেন্ট বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাব্বির হোসেন। উল্লেখ্য, অভিযুক্ত দুজনই ক্যাম্পাসের নিয়মিত ছাত্র নন। তারা শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদের অনুসারী হিসেবে পরিচিত।

বিজ্ঞাপন

আহাদের লিখিত অভিযোগ থেকে জানা যায়, কিছুদিন আগে ছাত্রদলের নেতা উল্লাস তাকে দোকান বন্ধ করার কথা বলেছিলেন। দোকান বন্ধ না করায় শনিবার দুপুর ১টার দিকে উল্লাস ও সাব্বির তার কাছে চাঁদা দাবি করেন এবং চাঁদা না দিলে পরবর্তীতে দেখে নেওয়ার হুমকি দেন।

আহাদ ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আমি প্রশাসনের কাছ থেকে দোকান নিয়েছি, তাই তাদের কাছে টাকা দেব কেন? এই ঘটনার পর আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। বিচার চেয়ে প্রক্টরের কাছে লিখিত অভিযোগ দিয়েছি।’

অভিযুক্ত সাব্বির হোসেন অস্বীকার করে বলেন, ‘আমি আহাদের দোকানে যাননি। সকালে ক্যাম্পাসে গিয়ে আলমগীর ভাইয়ের দোকানে চা খেয়েছি। এরপর প্রশাসন ভবন ঘুরে ঝিনাইদহ গেছি।’

উল্লাস মাহমুদও অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি ক্যাম্পাসে গেলেও কোনো দোকানে যাইনি। আমার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।

পরে ভুক্তভোগী দোকানদার আব্দুল আহাদ জানান, অভিযোগ দেওয়ার পর অভিযুক্ত দুজন তার কাছে এসেছিলেন। তারা ‘মাফ চেয়ে’ অভিযোগ তুলে নেওয়ার অনুরোধ করলে তিনি তা প্রত্যাহার করে নেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান অভিযোগ প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘দোকানদার আহাদ তাকে লিখিতভাবে জানিয়েছেন, একটা ভুল বোঝাবুঝি হয়েছে এবং তিনি কোনোরকম চাপ ছাড়াই অভিযোগ তুলে নিচ্ছেন।’

শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ বলেন, তিনি অভিযুক্তদের সাথে কথা বলেছেন এবং তারা চাঁদা চাওয়ার বিষয়টি অস্বীকার করেছেন। ছাত্রদল করে চাঁদাবাজির কোনো সুযোগ নেই। যদি কেউ এমন করে থাকে আমরা সাংগঠনিকভাবে ব্যবস্থা নেব। বিশ্ববিদ্যালয় প্রশাসনকেও ব্যবস্থা নেওয়ার দাবি জানাবো।” তিনি আরও জানান, তিনি শুনেছেন আহাদ স্বেচ্ছায় অভিযোগ তুলে নিয়েছেন এবং তাকে কোনো চাপ দেওয়া হয়নি।

সারাবাংলা/এইচআই

ইবি চাঁদা ছাত্রদল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর