Sunday 06 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘নির্বাচন বিলম্বিত করতে এক-এগারো সৃষ্টির চেষ্টা চলছে’

স্টাফ করেসপন্ডেন্ট
৫ জুলাই ২০২৫ ২৩:৫৯

সাবেক বিচারপতি আবদুস সালাম মামুন।

চট্টগ্রাম ব্যুরো: নির্বাচন বিলম্বিত করতে আরেকটি এক-এগারো সৃষ্টির চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন সাবেক বিচারপতি আবদুস সালাম মামুন।

শনিবার (৫ জুলাই) চট্টগ্রাম নগরীর একটি রেস্তোরাঁয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে তিনি এ কথা বলেন।

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বাসিন্দা আবদুস সালাম মামুন ছাত্রদলের অন্যতম প্রতিষ্ঠাতা। পরবর্তীতে আইন পেশায় যুক্ত হয়ে হাইকোর্ট বিভাগের বিচারপতি হয়েছিলেন। অবসরের পর বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত হন। আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম-১৩ (চন্দনাইশ) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী উল্লেখ করে তিনি সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।

বিজ্ঞাপন

চন্দনাইশের একাধিক বারের সংসদ সদস্য এলডিপির সভাপতি অলি আহমদের প্রতি ইঙ্গিত করে আবদুস সালাম মামুন বলেন, ‘কতিপয় ছোট দলের বড় নেতা আরেকটি এক-এগারো সৃষ্টির চেষ্টা চালাচ্ছেন। নির্বাচন বিলম্বিত করার ষড়যন্ত্র করছেন।’

তিনি বলেন, ‘ছোট দলের একজন বড় নেতা বাঁকাপথে রাষ্ট্রপতি হওয়ার দৌড়ে আছেন। তার ওই খায়েশ মেটাতে আসন্ন নির্বাচন নিয়ে নানা ষড়যন্ত্রে মেতে ওঠেছেন। এমন অবস্থায় জাতিকে সজাগ থাকতে হবে। এসব কূটকৌশলীকে জনপ্রতিরোধ করতে হবে।’

মামুন জানান, ২০০১ সালের সংসদ নির্বাচনে চন্দনাইশ-সাতকানিয়া (আংশিক) আসনে বিএনপির মনোনয়ন চেয়ে পাননি। ২০০৮ সালে দল তাকে ওই আসনে মনোনয়ন দিতে চাইলেও তিনি নির্বাচনের জন্য প্রস্তুত ছিলেন না।

তিনি বলেন, ‘নমিনেশন দিয়ে দল আমাকে মূল্যায়ন করলেও ওই সময় আমি ছিলাম অপ্রস্তুত। তাই নির্বাচনে অংশ নেওয়া সম্ভব হয়নি। তবে মাঠে-ময়দানে ছিলাম সরব।’

আগামী সংসদ নির্বাচনে দল চাইলে প্রার্থী হবেন জানিয়ে তিনি বলেন, ‘ইনশাআল্লাহ ধানের শীষ প্রতীকে বিপুল ভোটে জিতে চন্দনাইশ আসন পুনরুদ্ধার করে দলকে উপহার দেব।’

মামুন আরও বলেন, ‘দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো একটি নির্বাচনের মাধ্যমে ক্ষমতার মসৃণ পরিবর্তনের জন্য প্রস্তুত। এ অবস্থায় তথাকথিত কতিপয় ছোট দলের বড় নেতা নিজেদের ব্যক্তিস্বার্থে এবং গণতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করার উদ্দেশে গণতান্ত্রিক প্রক্রিয়াকে বিনষ্ট করার উদ্দেশে বিভিন্ন অজুহাত তৈরি করে অগণতান্ত্রিক পরিস্থিতি তৈরির চক্রান্ত করছেন।’

তিনি আরও বলেন, ‘আমি জাতীয় পর্যায়ে যারা রাজনীতি করছেন এবং যাদের দল ছোট হলেও নেতা হিসেবে বড় মনে করেন কিংবা বড় বলে দাবি করেন, তাদের উদ্দেশে এ কথাগুলো বলছি।’

তিনি বলেন, ‘গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত হলে দেশের একমাত্র নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের সুনামের ক্ষতি হবে। এক-এগারোর দিকে জাতিকে ঠেলে দেওয়া হলে বিশ্বে আমরা অনেক অনেক পিছিয়ে যাব’ —বলেন বিএনপি নেতা আবদুস সালাম মামুন।

সারাবাংলা/আরডি/এইচআই

আবদুস সালাম মামুন চট্টগ্রাম বিএনপি

বিজ্ঞাপন

পবিত্র আশুরা আজ
৬ জুলাই ২০২৫ ০৩:১৮

আরো

সম্পর্কিত খবর