Sunday 06 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জুলাইয়ের দিনলিপি
প্রথম ‘বাংলা ব্লকেড’ ঘোষণা, আন্দোলন ছড়ায় দেশজুড়ে

ফারহানা নীলা, স্টাফ করেসপন্ডেন্ট
৬ জুলাই ২০২৫ ০৮:০৮
জুলাই গণঅভ্যুত্থান। ছবি কোলাজ: সারাবাংলা

ঢাকা: ৬ জুলাই ২০২৪। বাংলাদেশের জুলাই গণঅভ্যুত্থান ও ছাত্র আন্দোলনের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ দিন। এই দিনটিতে কোটা সংস্কার আন্দোলন শুধু রাজধানীর শাহবাগেই সীমাবদ্ধ ছিল না, ছড়িয়ে পড়েছিল দেশব্যাপী। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে শুরু করে গুরুত্বপূর্ণ শহর ও মহাসড়কে আন্দোলন স্ফুলিঙ্গের মতো ছড়িয়ে যায়। আন্দোলনের বিস্তার, অংশগ্রহণের গভীরতা এবং কণ্ঠস্বরের দৃঢ়তায় এই দিনটি এক নতুন মাত্রা যুক্ত করেছে জুলাই গণঅভ্যুত্থানে।

‘বাংলা ব্লকেড’ ঘোষণা: আন্দোলনের নতুন রূপ

শাহবাগ মোড়ে দিনের শুরুতে অবরোধ চলে এক ঘণ্টার মতো। কিন্তু আন্দোলনের সংগঠকরা উপলব্ধি করেন বিচ্ছিন্নভাবে অবরোধ চালিয়ে ততটা প্রভাব বিস্তার করা যাচ্ছে না। একইসঙ্গে আদালতের পক্ষ থেকে কোটাসংক্রান্ত শুনানি পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত আন্দোলনকারীদের হতাশ করে। এরই পরিপ্রেক্ষিতে শাহবাগ অবরোধ শেষে ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি ঘোষণা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম।

বিজ্ঞাপন

তিনি বলেন, “আগামীকাল বিকাল তিনটা থেকে ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি ঘোষণা করা হলো। শুধু শাহবাগ নয়, ঢাকা শহরের সায়েন্সল্যাব, চানখাঁরপুল, নীলক্ষেত, মতিঝিলসহ সব পয়েন্টে ছাত্ররা নামবে। ঢাকার বাইরেও হবে মহাসড়ক অবরোধ।”

নাহিদ বলেন, ‘সরকার মনে করছে আমরা দুই-তিনদিন রাস্তা অবরোধ করে ক্লান্ত হয়ে ঘরে ফিরে যাব। সরকারের এই ধারণা যে ভুল সেটি আমাদের প্রমাণ করে দিতে হবে। আমরা এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবে অবরোধ কর্মসূচি চালিয়ে যাচ্ছি। প্রয়োজনে আমরা হরতাল দিতে বাধ্য হব।’

‘বাংলা ব্লকেড’ নামের জন্ম কার্জন হলের সিঁড়িতে

‘বাংলা ব্লকেড’ নামটির জন্ম হয় আগের রাতেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের হোয়াইট হাউজের সিঁড়িতে বসে আন্দোলনকারীরা একটি বৈঠক করেন। সেখানেই চূড়ান্ত হয় কর্মসূচির নাম, কাঠামো ও দায়িত্ব বণ্টন। ঠিক করে দেওয়া হয় কোন পয়েন্টে কোন হল বা প্রতিষ্ঠান থাকবে, কে নেতৃত্ব দেবে, কোথায় বেশি চাপ দিতে হবে।

রাজধানী ঢাকায় মিছিল-স্লোগান-অবরোধ

বিকাল ৩টা ১৫ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারের সামনে থেকে বিশাল মিছিল বের হয়। মিছিলটি ক্যাম্পাস ঘুরে বকশীবাজার হয়ে পলাশী, আজিমপুর হয়ে শাহবাগে পৌঁছায়। এরই মধ্যে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে অপেক্ষারত শিক্ষার্থীরা মূল মিছিলটির সঙ্গে যোগ দিয়ে বিকেল ৪টা ৩৭ মিনিটে মোড় অবরোধ করেন। প্রায় ৫০ মিনিট তারা সেখানে অবস্থান নেয়।

সাধারণ শিক্ষার্থীদের সমাগম এতটাই বড় ছিল যে, পুরো মোড় একসময় নীরব প্রতিবাদের দৃশ্যপটে পরিণত হয়। কেউ গান গেয়েছেন, কেউ কবিতা পাঠ করেছেন, কেউ প্ল্যাকার্ড উঁচিয়ে ধরেছেন— ‘বিচার চাই, বঞ্চনা নয়’।

আন্দোলন ছড়িয়ে পড়ে পুরো দেশে

ঢাকার বাইরে টাঙ্গাইল, রাজশাহী, চট্টগ্রাম, কুষ্টিয়া, রংপুরসহ সারা দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একই দিনে তাদের অবস্থান ও প্রতিবাদ কর্মসূচি চালান।

রাজশাহী বিশ্ববিদ্যালয়

প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান উপেক্ষা করে সকাল ১১টায় প্যারিস রোড থেকে মিছিল করে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা।

ইসলামী বিশ্ববিদ্যালয় (কুষ্টিয়া)

বেলা সাড়ে ১১টায় পদযাত্রা শুরু করে বেলা ১২টায় কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করা হয়, বৃষ্টিকে উপেক্ষা করেই চলে শিক্ষার্থীদের আন্দোলন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শাটল ট্রেনে করে ষোলশহর স্টেশনে এসে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক অবরোধে অংশ নেন।

রংপুর

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মডার্ন মোড়ে সড়ক অবরোধ করেন। দেড় ঘণ্টা অবরোধ শেষে ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দেন।

টাঙ্গাইল

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দুপুর ১২টা পর্যন্ত ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

বিকেল সাড়ে ৩টা থেকে হলে হল গিয়ে শিক্ষার্থীদের আন্দোলনে যুক্ত করেন এবং ঢাকা-আরিচা মহাসড়কে অবস্থান নেন।

ক্লাস-পরীক্ষা বর্জন করে চলে ছাত্র ধর্মঘট

দিনভর শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা বর্জন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ইডেন কলেজ, বোরহানউদ্দিন কলেজসহ অনেক প্রতিষ্ঠানে এ কর্মসূচি চলে। শিক্ষকরা ক্লাসে ফিরলেও শিক্ষার্থীরা জানিয়ে দেন— দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা ফিরবে না।

মোশাররফকে অব্যাহতি: নতুন বিতর্কের জন্ম

এদিন একটি বিচ্ছিন্ন কিন্তু গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী এবং ডিবেটিং ক্লাবের সাধারণ সম্পাদক মোশাররফকে ফেসবুকে কোটা আন্দোলন নিয়ে পোস্ট দেওয়ার কারণে অব্যাহতি দেওয়া হয়। এ ঘটনা আন্দোলনকারীদের মধ্যে নতুন করে ক্ষোভের জন্ম দেয়।

সারাবাংলা/এফএন/পিটিএম

৬ ‍জুলাই ২০২৪ জুলাই গণ-অভ্যুত্থানের এক বছর জুলাই গণঅভ্যুত্থানের এক বছর জুলাই বিপ্লবের এক বছর বাংলা ব্লকেড

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর