প্রথা ভেঙে এবারই প্রথম ৩২ দলের বড় পরিসরে ক্লাব বিশ্বকাপ আয়োজন করা হয়েছে। প্রায় এক মাসের জমজমাট এক লড়াই শেষে সেমিফাইনালে উঠেছে ৪ দল। এই টুর্নামেন্টের সেমিতে কোন দল কার মুখোমুখি হবে, চলুন দেখে নেওয়া যাক সেটাই।
কোয়ার্টার ফাইনালের প্রথম ভাগ থেকে সেমিতে উঠেছে ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্স ও ইংলিশ ক্লাব চেলসি। সৌদি প্রো লিগের ক্লাব আল হিলালকে ২-১ গোলে হারিয়ে সেমিতে উঠেছে ফ্লুমিনেন্স। অন্যদিকে আরেক ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাসকে ২-১ গোলে হারিয়ে শেষ ৪ নিশ্চিত করেছে চেলসি।
প্রথম সেমিফাইনালে ৯ জুলাই রাত ১টায় মেটলাইফ স্টেডিয়ামে মুখোমুখি হবে ফ্লুমিনেন্স ও চেলসি।
কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় ভাগ থেকে গত রাতে সেমি নিশ্চিত করেছে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ ও ফরাসি ক্লাব পিএসজি। জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখকে ২-০ গোলে হারিয়ে সেমিতে উঠেছে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন পিএসজি। অন্য ম্যাচে আরেক জার্মান ক্লাব বরুশিয়া ডর্টমুন্ডকে ৩-২ গোলে হারিয়ে শেষ ৪ নিশ্চিত করেছে রিয়াল।
আগামী ১০ জুলাই রাত ১টায় মেটলাইফ স্টেডিয়ামে দ্বিতীয় সেমিতে মুখোমুখি হবে রিয়াল-পিএসজি।
১৪ জুলাই মেটলাইফ স্টেডিয়ামেই হবে এবারের ক্লাব বিশ্বকাপের ফাইনাল।